পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: রাজ্য ভাগ কোনও সমস্যার সমাধান নয়, মত শুভেন্দুর - অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজ্য ভাগ নিয়ে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি জানালেন রাজ্য ভাগ কোনও সমস্যার সমাধান নয় ৷ শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) সাংবাদিক বৈঠক একথা বলেন তিনি ৷

Suvendu Adhikari says Division of West Bengal is no solution to the problem
Suvendu Adhikari: রাজ্য ভাগ কোনও সমস্যার সমাধান নয়, মত শুভেন্দুর

By

Published : Nov 18, 2022, 8:14 PM IST

কলকাতা, 18 নভেম্বর: রাজ্যভাগ নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর সাফ কথা, ‘‘রাজ্য ভাগ কোনও সমস্যার সমাধান নয় ৷’’

শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) সাংবাদিক বৈঠক করেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ সেখানেই তিনি উত্তরবঙ্গ নিয়ে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি নিয়ে নিজের অবস্থানের কথা জানান ৷

একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন যে এটাই বিজেপির (BJP) অবস্থান ৷ তিনি জানান, বিজেপির রাজ্য সভাপতি দলের অবস্থান আগেই জানিয়েছেন ৷ বাংলার বিজেপি রাজ্য ভাগের পক্ষে নেই ৷ প্রসঙ্গত, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সম্প্রতি শিলিগুড়িতে গিয়ে জানিয়েছিলেন যে বিজেপির রাজ্যভাগের পক্ষে নেই ৷

কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) পর বিজেপির অনেক নেতার মুখেই উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি শোনা গিয়েছে ৷ পাশাপাশি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (GCPA) নেতা অনন্ত মহারাজও উত্তরবঙ্গ আলাদা হবে বলে বারবার জানিয়েছেন ৷ এমনকী, কেন্দ্র এই নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ৷ ঘোষণা বাকি রয়েছে বলেও তিনি দাবি করেছেন ৷

রাজ্য ভাগ কোনও সমস্যার সমাধান নয়, মত শুভেন্দুর

ফলে এই নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে ৷ অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে বিজেপির শীর্ষ নেতাদের ৷ এই পরিস্থিতিতে তৃণমূলও (Trinamool Congress) এই বিভ্রান্তিকে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ৷ বঙ্গভঙ্গ (Division of West Bengal) আটকানো হবে বলে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷

শুভেন্দু অবশ্য বাংলা ভাগের থেকে বাংলার বিভিন্ন অংশের মানুষের বঞ্চনার কথা বলেছেন এদিন ৷ তার থেকে বাংলাকে উদ্ধার করাই বিজেপির উদ্দেশ্য বলেও দাবি করেছেন তিনি ৷ বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, সুন্দরবন বঞ্চিত ৷ সুন্দরবনের মানুষ চিকিৎসা পায় না ৷ জঙ্গলমহলের মানুষ কর্মসংস্থান পায় না ৷ পুরুলিয়ার লোককে রাঁচিতে গিয়ে এইএমসে গিয়ে ডাক্তার দেখাতে হয় ৷ রাঢ়বঙ্গের বিধায়করা বঞ্চনার বিরুদ্ধে বলেছেন ৷’’

নাম না করে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ৷ বলেছেন, ‘‘কালীঘাটের একটি পরিবারের দুজন মিলে শোষণ করছে ৷ এই শোষকদের হাত থেকে পশ্চিমবঙ্গকে উদ্ধার করাই অ্যাজেন্ডা উচিত ৷ পুরো পশ্চিমবঙ্গই বঞ্চিত, শোষিত ৷ এর বিরুদ্ধে লড়াই ৷’’

আর এই লড়াইয়ে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশের মানুষকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন ৷ জানিয়েছেন, সবাইকে এক হতে হবে ৷ আদিবাসী, কুড়মি, রাজবংশী, নমশূদ্র, মতুয়া সবাইকে এক হয়ে লড়াই করতে হবে ৷

আরও পড়ুন:বিজেপি রাজ্য সরকারের স্টিকার রাজনীতির বিরোধী, মন্তব্য শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details