কলকাতা, 14 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। তারই প্রতিবাদে রাজ্য রাজনীতি থেকে শুরু করে বিরোধীরা নিন্দায় সরব হয়েছেন । তাই তাঁকে মন্ত্রিত্ব এবং বিধায়ক পদ থেকে সরাবার জন্যই রাজ্যপাল লা গণেশনের সঙ্গে জরুরি ভিত্তিতে সাক্ষাৎ করার সময় চেয়ে আগেই চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তবে এখনও সাক্ষাতের সময় না-মেলায় সোমবার সমস্ত বিজেপি বিধায়করা বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দেন(CM Should Approach Governor for Akhil Giris Resignation)।
Suvendu on Akhil Giri: অখিল গিরিকে পদত্যাগের জন্য মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিন রাজ্যপাল: শুভেন্দু - অখিল গিরির পদত্যাগ দাবি বিজেপির
অখিল গিরির পদত্যাগ দাবি করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে ডেপুটেশন দিল বিজেপি(Suvendu on Akhil Giri)৷ রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও না-মেলায় এই সিদ্ধান্ত রাজ্য বিজেপির ৷
রাজভবনে বিজেপি
Last Updated : Nov 14, 2022, 11:05 PM IST