পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari : তাঁর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হোক সিবিআইকে, হাইকোর্টে মামলা শুভেন্দুর - Calcutta High Court

হাইকোর্টের কাছে শুভেন্দু আধিকারী আর্জি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে সমস্ত এফআইআর খারিজ করা হোক । তাঁর আরও অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ একের পর এক মামলা দায়ের করে চলেছে । এই সমস্ত মামলা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই করা হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি ।

Calcutta High Court
Calcutta High Court

By

Published : Jul 22, 2021, 10:13 PM IST

কলকাতা, 22 জুলাই : এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা সমস্ত মামলার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক । এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন বিজেপি বিধায়ক ৷

হাইকোর্টের কাছে শুভেন্দু আধিকারী আর্জি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে সমস্ত এফআইআর খারিজ করা হোক । তাঁর আরও অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ একের পর এক মামলা দায়ের করে চলেছে । এই সমস্ত মামলা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই করা হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি । পাশাপাশি দলবদলের পর থেকেই মামলা করা হচ্ছিল কিন্তু বিধানসভা নির্বাচনের পর সেই সংখ্যা আরও বেড়েছে বলে দাবি শুভেন্দু অধিকারীর । চলতি সপ্তাহে মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন : ফের ‘মমতা’র পরশ, ১ সেপ্টেম্বর থেকে মেয়েদের 'লক্ষ্মীর ভাণ্ডারে' 500 টাকা

উল্লেখ্য, বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে কাঁথি পৌরসভার ত্রিপল চুরি সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে । পাশাপাশি কয়েকদিন আগেই উস্কানিমূলক মন্তব্য করার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের হয়েছে থানায় । পাশাপাশি শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীর রহস্যমৃত্যু নিয়েও তদন্ত শুরু করেছে সিআইডি । স্বভাবতই এই সমস্ত মামলায় যথেষ্ট অস্বস্তির মধ্যে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ।

ABOUT THE AUTHOR

...view details