কলকাতা, 22 জুলাই : এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা সমস্ত মামলার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক । এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন বিজেপি বিধায়ক ৷
হাইকোর্টের কাছে শুভেন্দু আধিকারী আর্জি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে সমস্ত এফআইআর খারিজ করা হোক । তাঁর আরও অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ একের পর এক মামলা দায়ের করে চলেছে । এই সমস্ত মামলা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই করা হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি । পাশাপাশি দলবদলের পর থেকেই মামলা করা হচ্ছিল কিন্তু বিধানসভা নির্বাচনের পর সেই সংখ্যা আরও বেড়েছে বলে দাবি শুভেন্দু অধিকারীর । চলতি সপ্তাহে মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে ।