পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: পঞ্চায়েতে লড়াই হবে চোখে চোখ রেখে, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর - পঞ্চায়েত নির্বাচন

সোমবার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পরে আদালত চত্বরে দিয়ে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসকে ৷ শাসক দলের উদ্দেশ্যে তাঁর হুঁশিয়ারি, পঞ্চায়েতে লড়াই হবে চোখে চোখ রেখে ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari

By

Published : Jun 12, 2023, 3:46 PM IST

Updated : Jun 12, 2023, 4:27 PM IST

পঞ্চায়েতে লড়াই হবে চোখে চোখ রেখে

কলকাতা, 12 জুন: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে চোখে চোখ রেখে লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সোমবার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে এসেছিলেন বিরোধী দলনেতা । তার পর সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি এই হুঁশিয়ারি দেন ৷ বলেন, ‘‘সব জায়গায় যাব ৷ রাস্তায় থাকব ৷ লড়াই হবে চোখে চোখ রেখে ৷ নিশ্চিন্তে থাকুন পশ্চিমবঙ্গের মানুষ ৷’’

এ দিন কলকাতা হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বিরোধী দলনেতা ৷ তাঁর কথায়, 2013 সালে বিরোধী দলের আসনে ছিল সিপিএম । মীরা পাণ্ডে (তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার) অনেক চেষ্টা করেও ভোট করতে পারেননি । গত নির্বাচন বিরোধী দলের আসনে কংগ্রেস ছিল ৷ প্রায় 20 হাজারের বেশি আসনে ভোটই হয়নি । এবার বিজেপি । লড়াই কাকে বলে দেখিয়ে দেব । লড়াই হবে চোখে চোখ রেখে ।

একই সঙ্গে শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব 12 বছর ধরে ভোটের নামে প্রহসন চলছে । রাজ্যের সব জায়গায় গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে । বিচারব্যবস্থার উপরই একমাত্র তাঁরা আশাবাদী । ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ফতোয়া জারি করেছেন যে বিডিও অফিসের বাইরে গোলমালের সংবাদ যেন না আসে ৷

আরও পড়ুন:কমিশনের সিদ্ধান্ত গণতন্ত্রের হত্যা অভিযোগ শুভেন্দুর, পালটা দিলেন রাজীবা

তাঁর দাবি, বাঁকুড়ার সোনামুখীর বিধায়ক আজ সোমবার তিনবার আক্রান্ত হয়েছেন । বসিরহাটেরও পুলিশ সুপার এই ধরনের ফতোয়া জারি করেছেন । শুভেন্দু বলেন, ‘‘লড়ব, বিচারব্যবস্থার দরজায় এসে দাঁড়াব, রাজভবন কিছু করবে না, রাজ্যপালের কথা সরকার শুনবে না, তবুও রাজভবনের দরজায় যাব ৷’’ রাজ্যের নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকেও আক্রমণ করেন শুভেন্দু ৷ নির্বাচন কমিশনার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ৷ তার পরও কমিশনের দ্বারস্থ হবে বিজেপি, সেটাও জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘তাঁর (নির্বাচন কমিশনার) কাছে একবার নয় একাধিকবার আমরা যাব ৷ সব জায়গায় যাব ৷ রাস্তা থাকব ৷ লড়াই হবে চোখে চোখ রেখে ৷ নিশ্চিন্ত থাকুন পশ্চিমবঙ্গের মানুষ ৷’’

শুভেন্দুর আরও অভিযোগ, সিভিক ভলান্টিয়ারদের জলপাই পোশাকে ভোটের কাজে ব্যবহার করার চেষ্টা চলছে, এক জেলার সিভিক ভলান্টিয়ারকে অন্য জায়গায় ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে ৷ গতকাল রবিবার কেন্দ্রীয় মন্ত্রীকে মারা হয়েছে ৷ 70 হাজার বুথকে 40 হাজার পুলিশ পাহারা দেবে ৷ এটা অসম্ভব ৷ একই সঙ্গে তিনি সংগ্রামী যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটে না যাওয়ার কথা পরামর্শ দিয়েছেন ৷

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের দিন পিছোতে চাইছে হাইকোর্ট, রাজ্যের অনুমতি ছাড়া সম্ভব নয় বলে জানাল কমিশন

Last Updated : Jun 12, 2023, 4:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details