কলকাতা, 27 জুলাই: তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তাঁকে মেদিনীপুরের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছিল বলে বৃহস্পতিবার অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর আরও দাবি, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বলেই তিনি সেই গণ্ডির বাইরে বের হতে পেরেছেন ৷ রাজ্য়ের নেতা হতে পেরেছেন ৷ এ দিন বিধানসভায় সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা ৷ সেই সাংবাদিক বৈঠক থেকেই এই মন্তব্য করেন তিনি ৷
শুভেন্দু অধিকারী বলেন, ‘‘উনি (মমতা বন্দ্যোপাধ্য়ায়) আমাকে মেদিনীপুরের নেতা করে রেখেছিলেন ৷ আর বিজেপি আমাকে রাজ্যের নেতা করেছে ৷ খুব কষ্ট ওঁর৷ যন্ত্রণা ৷ তাই বিরোধী দলনেতাকে হজম করা খুব মুশকিল ৷’’
শুভেন্দু অধিকারীর অভিযোগ: বৃহস্পতিবার বিধানসভায় বিজেপির আনা দু’টি মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা হয় ৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটে হিংসা নিয়েই ওই মুলতুবি প্রস্তাব দু’টি বিজেপির তরফে দেওয়া হয়েছিল ৷ পরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, পাথরপ্রতিমার বিধায়ক তৃণমূলের সমিতকুমার জানা ওই প্রস্তাবে আলোচনার সময় বিজেপির সংগঠন নেই বলে দাবি করেছেন ৷
এর প্রেক্ষিতে বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন, বিজেপির যদি কোনও সংগঠন না থাকে, তাহলে কেন ভোট লুঠ করা হল ? গণনায় কারচুপি কেন করা হল ? এই প্রশ্নগুলির উত্তরও শুভেন্দু নিজেই দিয়েছেন ৷ বলেছেন, ‘‘আসল কথা এরা জনগণকে ভয় পেয়েছে ৷’’
আরও পড়ুন:মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লজ্জা, তোপ শুভেন্দুর
এই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারী 2018 সালের পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ তুলেছেন ৷ ওই নির্বাচনেও তৃণমূল ভোট লুঠ করেছেন বলেও অভিযোগ করেছেন তিনি ৷ তিনি জানান, বিধানসভার অন্দরে এই কথা বলায় পরে মমতা বন্দ্যোপাধ্য়ায় ওই সময় তাঁর তৃণমূলে থাকার বিষয়ে উল্লেখ করেছেন ৷
তাই সাংবাদিক বৈঠক থেকেই মমতাকে জবাব দিয়েছেন তিনি ৷ জানিয়েছেন, 2018 সালে পূর্ব মেদিনীপুরে ভোট লুঠ করতে দেননি বলে 2019-এ তৃণমূল ওই জেলায় দু’টো লোকসভা আসনে জিতেছে ৷ কিন্তু রাজ্যের অন্য যে জায়গাগুলিতে তৃণমূল ভোট লুঠ করেছিল, সেখানেই 2019 এর লোকসভা ভোটে তৃণমূল হারবে ৷ তাই শুভেন্দুর হুঁশিয়ারি, জনগণ এবার 18 কে 36 করবে ৷ শুধু কমিশন অবাধে ভোট করতে দিক, জনগণ প্রস্তুত হয়ে আছে ৷ যে মানুষদের ভোট দিতে আটকেছেন, তাঁরাই বদলা নেবেন ৷
বিরোধী দলনেতার আরও দাবি, 2018 সালে ভোট লুঠ হয়েছিল বলে 2019 সালে নীরব বিপ্লব ঘটেছিল ৷ বিজেপির এজেন্ট ছিল না যে বুথে, সেখানও বিজেপি 500 ভোটের লিড পেয়েছে ৷ 2024 সালে মানুষ এর বদলা নেবেন ৷ তাই সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি ৷ তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র মাধ্যমে জেনে দেখুন রাজ্যের কত মানুষ ভোট দিতে পারেননি ৷ শুভেন্দুর আরও দাবি, রাজ্যের 1 কোটি মানুষ ভোট দিতে পারেননি ৷ 4 হাজার আসনে বিজেপি জেতার পরও শংসাপত্র কেড়ে নিয়ে তৃণমূলের হেরে যাওয়া প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন:নন্দীগ্রামে 2 ঘণ্টা 'লাইট অফ' থাকার পর কীভাবে বদলে গেল ফল ? বিধানসভায় প্রশ্ন মমতার
বিধানসভার অধিবেশন নিয়ে সমালোচনা: গত সোমবার বিধানসভার বাদল অধিবেশন শুরু হয়েছে ৷ সেই অধিবেশনের প্রস্তুতি নিয়ে এদিন কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী ৷ তাড়াহুড়ো করে অধিবেশন ডাকা হয়েছে ৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় পক্ষপাতিত্ব করছেন বলেও কটাক্ষ করেছেন তিনি ৷ তার পরও বিজেপির মুলতুবি প্রস্তাবে আলোচনায় রাজি হওয়ায় তিনি বিমান বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন ৷
একই সঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দেগেছেন তিনি ৷ বিরোধী দলনেতার দাবি, নারী নির্যাতন নিয়ে নীরব মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অথচ তিনি কোনও টুইট করলেও তাঁর বিরুদ্ধে পর পর নোটিশ পাঠানো হচ্ছে ৷ কেন্দ্রের ক্ষমতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরানোর ষড়যন্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায় লিপ্ত বলে তিনি অভিযোগ করেছেন ৷