কলকাতা, 26 জুলাই: দফায় দফায় বিজেপির জাতীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে বুধবার নয়াদিল্লি থেকে কলকাতায় ফিরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কিন্তু দেশের রাজধানীতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর ঠিক কী আলোচনা হল, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না এই বিজেপি বিধায়ক ৷ শুধু বললেন, ‘‘আপনাদের বলার জন্য নয় ৷ আপনারা বৈঠকের ছবিও পাবেন না ।’’
তবে তিনি ও বঙ্গ বিজেপির অন্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে দলের জাতীয় নেতৃত্বের কী কথা হতে পারে, তার আভাস অবশ্য দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক ৷ বঙ্গ রাজনীতির পোড়খাওয়া এই রাজনীতিবিদের কথায়, ‘‘বৈঠকে যা হয়েছে পশ্চিমবঙ্গের ভালোর জন্যই হয়েছে । পশ্চিমবঙ্গকে পরিত্রাণ দেওয়ার জন্যই, সবাই মিলে আমরা চেষ্টা করছি, পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাবে ।’’
এ দিকে পদ্ম শিবিরে জল্পনা ছড়িয়েছে যে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বাংলায় সভাপতি পদে বদল করতে পারে বিজেপি ৷ সুকান্ত মজুমদারের জায়গায় আনা হতে পারে শুভেন্দু অধিকারীকে ৷ কিন্তু দিল্লি থেকে ফিরে বৈঠক নিয়ে শুভেন্দু যা বলেছেন, তার মধ্যে এমন কোনও বিষয়ে কোনও ইঙ্গিতই তিনি দেননি ৷ বরং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একের পর এক বিষয়ে তোপ দেগেছেন রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন ও শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷
আরও পড়ুন:রাজ্য বিজেপিতে রদবদলের সম্ভাবনা ? সুকান্তর জায়গায় আসছেন শুভেন্দু !
পঞ্চায়েত মামলা প্রসঙ্গে কমিশনকে নিশানা শুভেন্দু অধিকারী: পঞ্চায়েত নির্বাচনে সিভিক ভলান্টিয়ার ব্যবহার নিয়ে কমিশনের হলফনামা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘নির্বাচন কমিশন মানে, রাজ্য নির্বাচন কমিশন, মানে রাজীবা সিনহা ৷ ওতো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পোষ্য । মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পোষ্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লিখে দেওয়া হলফনামা দাখিল করবে এবং বিরোধী দলনেতা বাস্তবের উপর দাঁড়িয়ে যে অভিযোগ করেছিলেন, তা খণ্ডনই করবে ৷’’ তাঁর আরও দাবি, সংবাদমাধ্যম দেখিয়েছে সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোট করানো হয়েছে । সেটাই সত্যি ৷ তাই বিরোধী দলনেতার অভিযোগও সঠিক ৷ এই নিয়ে কমিশন মিথ্যা কথা বলছে ৷