পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শপথ গ্রহণের পর হিংসা ও ভ্যাকসিন নিয়ে শাসকদলকে বিঁধলেন শুভেন্দু - mamata banerjee

আজ বিধানসভায় বিধায়ক পদের শপথ নিলেন শুভেন্দু অধিকারী ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট পরবর্তী হিংসার কথা বলেন তিনি ৷

শপথ গ্রহণের পর নির্বাচনী হিংসা ও ভ্যাকসিন প্রসঙ্গে শাসকদলকে বিঁধলেন শুভেন্দু
শপথ গ্রহণের পর নির্বাচনী হিংসা ও ভ্যাকসিন প্রসঙ্গে শাসকদলকে বিঁধলেন শুভেন্দু

By

Published : May 6, 2021, 8:19 PM IST

কলকাতা, 6 মে : ভোট পরবর্তী হিংসার ছায়া পড়ল বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ৷ আজ বিকেলে নন্দীগ্রামের নবনির্বাচিত বিধায়ক শুভেন্দু অধিকারী শপথ নেন ৷ রাজ্যবাসী সুরক্ষিত নয় মোটেই, রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে একথা বলেন শুভেন্দু ৷

এদিন তিনি কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলা প্রসঙ্গে বলেন, "পশ্চিমবাংলায় কেউ সুরক্ষিত নন । হিন্দুরা তো ননই । রাজ্যে ভয়ঙ্কর অবস্থা চলছে । 156 কিলোমিটার দূর থেকে এসে আমি শপথ নিতে পেরেছি এটাই ভগবানের অশেষ আশীর্বাদ । দেখছেন কেন্দ্রীয় মন্ত্রী সুরক্ষিত নন । আপনি আমি তো কোন ছাড় !"

আরও পড়ুন : শীতলকুচির পরিবারগুলিকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নির্বাচনী হিংসার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘2001 সালে আমি তৃণমূলের প্রার্থী হয়ে অল্প ভোটে হেরেছিলাম । সেবারও তৃণমূলের সরকার প্রায় হয়ে গিয়েছিল । সে সময় যে সন্ত্রাস চলেছিল, বর্তমান পরিস্থিতি তাকেও ছাপিয়ে গিয়েছে । সেটা ছিল রাজনৈতিক সন্ত্রাস । আর এখন নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে । যা দেশ ভাগের সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে ।"

বিরোধী দলনেতার নাম ঘোষণা করা হয়নি । সে প্রসঙ্গে তাঁর বক্তব্য, "ভারতীয় জনতা পার্টি কোনও প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় । এ ব্যাপারে দলের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে ।"

ক্ষমতায় এলে মে মাসের 5 তারিখ থেকে 18 বছরের ঊর্ধ্বে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে নির্বাচনী প্রচারে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই প্রসঙ্গে প্রশ্ন তুলে শুভেন্দু বলেন, "আজ মে মাসের 6 তারিখ হয়ে গেল ৷ অথচ রাজ্য সরকার তার প্রতিশ্রুতি পূরণ করছে না ৷"

ABOUT THE AUTHOR

...view details