কলকাতা, 14 নভেম্বর: অখিল গিরির রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের জেরে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে বিরোধী বিজেপি ৷ বিষয়টি আজ আদালত পর্যন্তও গড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি পুরনো ভিডিয়ো টুইটারে পোস্ট করল তৃণমূল ৷ যেখানে বিরোধী দলনেতাকে আদিবাসী সমাজের প্রতিনিধি তথা বিধায়ক বীরবাহা হাঁসদাকে 'জুতোর তলায়' রাখা কথা বলতে শোনা যাচ্ছে (Suvendu Adhikari Used Unparliamentary Language to A Woman) ৷ আর সেই ভিডিয়োকে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে, মহিলা এবং আদিবাসীদের উদ্দেশ্যে অসাংবিধানিক ভাষা প্রয়োগের অভিযোগ তুলেছে তৃণমূল (TMC) ৷ ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷
‘‘রাষ্ট্রপতিকে কেমন দেখতে ?’’ রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির এই মন্তব্যের জেরে গত 2 দিন ধরে তোলপাড় রাজ্য তথা জাতীয় রাজনীতি ৷ তৃণমূলের এই মন্ত্রীর বিরুদ্ধে পুলিশেও অভিযোগ দায়ের করেছেন হুগলির সাসংদ লকেট চট্টোপাধ্যায় ৷ আজ আদালতেও অখিল গিরির বিরুদ্ধে দেশে সাংবিধানিক প্রধানকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মামলা করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী কেন চুপ রয়েছেন, কেন অখিল গিরির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না ? এমন একাধিক প্রশ্নে শাসকদলকে বিঁধছে রাজ্য বিজেপির নেতারা ৷ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে বিরোধীরা ৷ চাপের মুখে রাষ্ট্রপতিকে চিঠি লিখে তাঁর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন অখিল গিরি ৷