কলকাতা, 21 নভেনম্ব: শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিশে যে অভিযোগগুলি তোলা হয়েছে, সেগুলি স্পষ্ট নয় ৷ শিশু সুরক্ষা কমিশনকে এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী (Suvendu Adhikari Replies on Show Cause Notice) ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 3 বছরের ছেলেকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ দায়ের হয় শুভেন্দুর বিরুদ্ধে ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দুকে শোকজ নোটিশ পাঠায় কমিশন (Commission for Protection of Child Rights) ৷
এদিন শুভেন্দু অধিকারী তাঁর শোকজের জবাবের একটি কপি টুইটারে শেয়ার করেছেন ৷ সেখানে একটি জায়গায় উল্লেখ করা হয়েছে, ‘‘আমার মক্কেল একাধিকবার তাঁর 13 নভেম্বরের টুইট খতিয়ে দেখেছেন ৷ সেখানে কোথাও 3 বছরের শিশুর কথা উল্লেখ করা নেই...৷’’ এখানেই শেষ নয় ৷ শুভেন্দুর আইনজীবী শোকজের জবাবে লিখেছেন, ‘‘13 নভেম্বরের টুইটে আমার মক্কেল ‘কয়লা ভাইপোর ছেলে’ উল্লেখ করেছেন ৷ কিন্তু, সেখানে কোথাও 3 বছরের বাচ্চার কথা লেখা হয়নি ৷ এটাও দয়া করে স্পষ্ট করবেন, কে ‘কয়লা ভাইপো’ তা আপনারা কীভাবে বুঝলেন এবং অভিযোগকারী বা কীভাবে বুঝলেন যে, ‘কয়লা ভাইপো’ কে ৷ আর এটাও বোঝা গেল না যে, আপনারা বা অভিযোগকারী কীভাবে বুঝলেন যে, আমার মক্কেলের উল্লেখ করা ‘কয়লা ভাইপোর ছেলে’র বয়স 18 বছরের নিচে ৷’’