পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: টুজি, কমনওয়েলথের থেকেও বড় কেলেঙ্কারি ! এবার 'পানীয় জল দুর্নীতি' নিয়ে সরব শুভেন্দু - কলকাতা

এবার রাজ্য সরকারের বিরুদ্ধে পানীয় জল দুর্নীতির (WB Drinking Water Scam) অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কী বললেন তিনি ?

Suvendu Adhikari raises his voice against WB Drinking Water Scam
Suvendu Adhikari: টুজি, কমনওয়েলথের থেকেও বড় কেলেঙ্কারি ! এবার 'পানীয় জল দুর্নীতি' নিয়ে সরব শুভেন্দু

By

Published : Nov 11, 2022, 7:46 PM IST

কলকাতা, 11 নভেম্বর:গরু, কয়লা, শিক্ষক নিয়োগ, পাথর, বালি প্রভৃতির পর এবার পানীয় জল নিয়েও দুর্নীতির (WB Drinking Water Scam) অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে ৷ শুক্রবার এই ইস্যুতে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

এদিন সাংবাদিক সম্মেলন করে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু ৷ তুলে ধরেন বেশ কিছু তথ্য ও পরিসংখ্য়ান ৷ শুভেন্দুর প্রথম অভিযোগ, মানুষের ঘরে ঘরে পানীয় জল সরবরাহের পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও কার্যত মিথ্যাচার করছে রাজ্য সরকার ৷ কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে নিজেদের প্রকল্প বলে চালানোর চেষ্টা করছে তারা ! এই কারণেই কেন্দ্রের 'হর ঘর জল' (Har Ghar Jal) প্রকল্পের নাম বদলে করা হয়েছে 'জল স্বপ্ন' (Jal Swapno) !

আরও পড়ুন:শহিদ দিবস পালনের আগে গঙ্গাজলে শহিদ বেদী পরিষ্কার করলেন শুভেন্দু

শুভেন্দুর দাবি, এখানেই শেষ নয় ৷ এই জল সরবরাহ প্রকল্প বাস্তবায়িত করতে গিয়ে স্বজনপোষণ করেছে রাজ্যের সরকার ৷ প্রকল্প রূপায়নে যে টেন্ডার ডাকা হয়েছে, তাতে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে ৷ এমনকী, এই দুর্নীতির টাকার অঙ্ক টুজি বা কমওয়েলথ কেলেঙ্কারিকেও ছাপিয়ে যাবে বলে মন্তব্য করেছেন শুভেন্দু ! তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) ব্যক্তিগত আপ্তসহায়ক ৷ একইসঙ্গে, পানীয় জল দুর্নীতিতে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়ও (Pulak Roy) জড়িত রয়েছেন বলে চাঞ্চল্য়কর অভিযোগ করেছেন শুভেন্দু ৷

শুভেন্দুর দাবি, তাঁর কাছে খবর রয়েছে, এই প্রকল্পের বরাত দেওয়ার জন্য যে টেন্ডার ডাকা হয়েছিল, তাতেও বিস্তর দুর্নীতি করা হয়েছে ৷ নিয়মের তোয়াক্কা না-করে একই সংস্থাকে বারবার দরপত্র পাইয়ে দেওয়া হয়েছে ৷ ওই সংস্থার মালিক পক্ষ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা ৷

ABOUT THE AUTHOR

...view details