পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu on Voters List: পঞ্চায়েতের আগে ভোটার তালিকায় কি বেনো জল, প্রশ্ন তুললেন শুভেন্দু - পশ্চিমবঙ্গের ভোটার তালিকা

সম্প্রতি পঞ্চায়েত এলাকাগুলির ভোটার তালিকা প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন (Bengal Election Commission) ৷ 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের তুলনায় পাঁচ বছরে প্রায় 11 শতাংশ ভোটার বেড়েছে ৷ এই নিয়ে প্রশ্ন তুলে টুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Voters List) ৷

Suvendu on Voters List
Suvendu on Voters List

By

Published : Feb 25, 2023, 12:56 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় (West Bengal Voters List) কি বেনো জল ঢুকছে ? শনিবার টুইট করে এই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ টুইটে তিনি পশ্চিমবঙ্গের ভোটারের সংখ্যার সঙ্গে মাধ্য়মিক (Madhyamik 2023) পরীক্ষার্থীর সংখ্যা তুলনাও করেছেন ৷ একই সঙ্গে পোস্ট করেছেন একটি কার্টুন ৷ ওই কার্টুনের মাধ্যমেই তিনি ভোটার তালিকায় বেনোজল ঢোকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷

প্রসঙ্গত, প্রতিবছরই মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যায় বদল হয় ৷ সেটাই স্বাভাবিক৷ অধিকাংশ ক্ষেত্রেই বছর বছর পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে দেখা যায় ৷ বিশেষজ্ঞরা এই ধরনের পরিসংখ্যানকে ইতিবাচক হিসেবেই দেখেন ৷ কিন্তু 2022 সালের তুলনায় 2023 সালের মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যায় মারাত্মক বদল এসেছে ৷ প্রায় 4 লক্ষ পরীক্ষার্থী কমে গিয়েছে এবার ৷ যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনার ঝড় উঠেছে ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি স্কুলে স্কুলে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে ? এই নিয়ে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ ৷

আর এই পরিসংখ্যানকেই হাতিয়ার করেছেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ টুইটে উল্লেখ করেছেন, ‘‘2022 সালে পরীক্ষার্থী - 10 লক্ষ 98 হাজার 775 ৷ 2023 সালে - 6 লক্ষ 98 হাজার 724 ৷’’ এই পরিসংখ্যানের সঙ্গেই তিনি তুলনা টেনেছেন রাজ্যের ভোটারের সংখ্যার ৷ সম্প্রতি যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে দেওয়া ভোটারের সংখ্যা যেমন শুভেন্দু টুইটে উল্লেখ করেছেন ৷ পাশাপাশি দিয়েছেন 2018 সালে এই রাজ্যের ভোটারের সংখ্যা ৷ তিনি লিখেছেন, ‘‘2018 সালে পঞ্চায়েত নির্বাচনে ভোটার - 5 কোটি 8 লক্ষ 35 হাজার ৷ 2023 সালে - 5 কোটি 66 লক্ষ 86 হাজার ৷’’

তবে দুই পরিসংখ্যানের তুল্যমূল্য হিসেব দেওয়ার আগে টুইটে শুভেন্দু লিখেছেন, ‘‘মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 36 শতাংশ কমছে আর পঞ্চায়েত নির্বাচনে ভোটারের সংখ্যা 11.5 শতাংশ বাড়ছে !!!’’ এই বাক্যের শেষে যতিচিহ্ন হিসেবে তিনটি বিস্ময়বোধক চিহ্ন থেকেই স্পষ্ট যে এই পরিসংখ্যান শুভেন্দুর মনে প্রশ্ন তুলেছে ৷ আর সেই কারণেই হয়তো তিনি ওই কার্টুনটি টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন ৷ যেখানে ভোটার তালিকায় বেনো জল ঢোকার বিষয়টি নিয়ে সরব হয়েছেন ৷

আরও পড়ুন:জনগণের টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর সভা কেন ? প্রশ্ন তুললেন শুভেন্দু

ABOUT THE AUTHOR

...view details