কলকাতা, 20 মার্চ: মুখ্যমন্ত্রীর দফতরে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu on Contractual Recruitment) ৷ এই বিষয়ে একাধিক টুইট করেছেন তিনি ৷ তাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবিধানিক নিয়ম লঙ্ঘন-সহ একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন শুভেন্দু ৷ এমনকী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে তফসিলি জাতি ও উপজাতি এবং অন্য়ান্য অনগ্রসর শ্রেণির বিরোধী বলেও কটাক্ষ করেছেন (Suvendu Adhikari slams Mamata Banerjee) ৷ শুভেন্দুর নিশানা থেকে বাদ যাননি 'ভাইপো' অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও ৷ কটাক্ষ করা করা হয়েছে বেসরকারি রাজনৈতিক বিশ্লেষণকারী সংস্থা আইপ্য়াককেও (IPAC) ৷
শুভেন্দুর প্রশ্ন, "মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রীর কার্যালয়ের প্রবেশদ্বার আইপ্যাকের কর্মীদের জন্য হাট করে খুলে দিলেন ? নাকি ভাইপো এবার থেকে পরোক্ষভাবে মুখ্যমন্ত্রীর কার্যালয় পরিচালনা করবেন ?" প্রসঙ্গত, রাজ্য়ের স্বরাষ্ট্র দফতরের নির্দেশে তিন ধরনের পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন ৷ মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা অভিযোগ প্রতিকার বিভাগের (Grievance Redressal Cell) জন্য এই নিয়োগ করা হবে ৷ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন ধরনের পদের জন্য নিয়োগের প্রক্রিয়া সম্পাদন করবে কোনও 'থার্ড পার্টি' ৷ এই তিনটি পদ হল, চুক্তিভিত্তিক পরামর্শদাতা (Contractual Consultant), চুক্তিভিত্তিক জুনিয়র পরামর্শদাতা (Contractual Junior Consultant) এবং চুক্তিভিত্তিক তথ্য লিপিবদ্ধকারী (Contractual Data Entry Operator) ৷ সংশ্লিষ্ট তিন ধরনের পদে মাসিক বেতন হবে যথাক্রমে 1 লক্ষ 25 হাজার টাকা, 75 হাজার টাকা এবং 25 হাজার টাকা ৷ প্রত্যেকটি ক্ষেত্রেই 2 বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে ৷ প্রথম দু'ধরনের পদে পাঁচজন করে এবং চুক্তিভিত্তিক তথ্য লিপিবদ্ধকারী পদে 10 জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷