শুভেন্দু অধিকারীর টুইট নিয়ে পালটা সমালোচনা কুণাল ঘোষের কলকাতা, 31 মে: কোচবিহার থেকে কাকদ্বীপ, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই কর্মসূচিতে অভিষেকের নিরাপত্তায় নিযুক্ত পুলিশ কর্মীর সংখ্যা নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী ৷ কেন এত পুলিশ কর্মী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিরাপত্তার জন্য নিযুক্ত করা হবে, সেই প্রশ্ন তুলে বুধবার টুইট করেছেন বিরোধী দলনেতা ৷
টুইটের শুরুতে তিনি উল্লেখ করেছেন এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপের কথা ৷ এসপিজি দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয় ৷ শুভেন্দু লিখেছেন, ‘‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ভারতের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয় । দেশের কোনও ব্যক্তির জন্য বরাদ্দ সর্বোচ্চ স্তরের নিরাপত্তা কভার এটাই । ঠিক তো ? ভুল ৷’’
এর পরই বিজেপির এই নেতা অভিষেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ অভিষেকের জন্য যাঁরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তাঁদের কটাক্ষ করে ‘ভাইপো প্রোটেকশন গ্রুপ’ হিসেবে উল্লেখ করেছেন ৷ তার পর টুইটে তিনি দাবি করেছেন, অভিষেকের নিরাপত্তার জন্য একদিনে 2245 জন পুলিশ কর্মীকে নিযুক্ত করা হয়েছে ৷ বিরোধী দলনেতার কটাক্ষ, ‘‘বিশ্বের রাষ্ট্রপ্রধানদের জন্য করা নিরাপত্তা ব্যবস্থা এর তুলনায় ফ্যাকাশে দেখাবে ।’’
তবে কোথাও শুভেন্দু অভিষেকের নাম উল্লেখ করেননি ৷ কিন্তু তাঁর নিশানা যে তৃণমূল কংগ্রেসের এই তরুণ তুর্কির দিকে, তা বোঝাতে টুইটে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো বলে উল্লেখ করেছেন ৷ আর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছেন ৷ উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার স্বরাষ্ট্র তথা পুলিশ মন্ত্রী ৷
আরও পড়ুন:ইটাহারে জাতীয় সড়কে সভা, অভিষেকের বিরুদ্ধে জনস্বার্থ মামলা শুভেন্দুর
এখানেই থামেননি বিরোধী দলনেতা ৷ একাধিক বাজি কারখানায় বাজি কারখানায় বিস্ফোরণ ও তাতে মৃত্যুর কথা উল্লেখ করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে । নারী নির্যাতন বেড়েছে ৷ তার পরও দক্ষিণবঙ্গের থানাগুলি প্রায় ফাঁকা করে পুলিশ কর্মীরা একজন ব্যক্তির পাহারার দায়িত্বে রয়েছেন, যিনি রাজনৈতিক সফরে বেরিয়েছেন ।
এর পর এই নিয়ে স্বরাষ্ট্র তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধী দলনেতা ৷ তাঁর অভিযোগ, স্বরাষ্ট্র দফতর সাধারণ মানুষের জন্য মাথা ঘামায় না । তাদের অগ্রাধিকার মাত্র একজন ব্যক্তি । সাধারণ মানুষ কোনোরকম নিরাপত্তা ছাড়া খারাপ কিছু ঘটার আশঙ্কায় দিন কাটাচ্ছেন ৷
টুইটের সঙ্গে কিছু নথির ছবি দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে অভিষেকের নিরাপত্তায় নিযুক্ত পুলিশ কর্মীর সংখ্যা রয়েছে ৷ কিছু সরকারি নথি রয়েছে ৷ সরকারি আধিকারিকদের জন্য করণীয় কী কী, তার নির্দেশিকার নথিও তিনি দিয়েছেন টুইটের সঙ্গে ৷ সবমিলিয়ে শুভেন্দুর অভিযোগ, সরকারি ব্যবস্থাকে ব্যবহার করে তৃণমূলের এই রাজনৈতিক কর্মসূচি করছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷
আরও পড়ুন:সরকারি কর্মচারীদের অভিষেকের রাজনৈতিক কাজে ব্যবহার করছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর
এদিকে এই নিয়ে পালটা শুভেন্দু অধিকারীর সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তিনি বলেন, "ন্যায্য কারণে নিরাপত্তা পান অভিষেক । অতিরিক্ত মানুষ যেখানে, সেখানে নিরাপত্তা বেশি থাকবে এটাই স্বাভাবিক । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষ দেখতে যাচ্ছেন । তাই সাধারণ মানুষের নিরাপত্তা দিতে বাধ্য পুলিশ । আপনাদের কেউ দেখতে যায় না । তাই হিংসায় জ্বলে পুড়ে এইসব কথা বলছেন শুভেন্দু অধিকারী । অবান্তর কথা বলছেন শুভেন্দু অধিকারী । থানায় ফোর্স রয়েছে ।"