পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Trains Gun at TMC: দুর্নীতিতে জড়িত একাধিক সাংসদ-বিধায়কের তালিকা প্রকাশ ! শুভেন্দুর নয়া বাণ 'তোলামূল সার্ভিস কমিশন'

দুর্নীতিতে জড়িত রয়েছেন শাসক দলের একাধিক সাংসদ ও বিধায়ক ৷ এমনই অভিযোগ করে সরাসরি তালিকা প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adghikari ETV bharat
শুভেন্দু অধিকারী

By

Published : Apr 17, 2023, 1:00 PM IST

কলকাতা, 17 এপ্রিল: ঝুলি থেকে যেন একে একে বেড়াল বের করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মিড ডে মিল কেলেঙ্কারির অভিযোগ আনার পর, এ বার শাসক দলের দুর্নীতির আরও 'প্যান্ডোরার বাক্স' খুলতে তৎপর হলেন তিনি ৷ সরাসরি তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক ও শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আনলেন বিজেপি বিধায়ক ৷ কটাক্ষ করে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে 'তোলামূল নিয়োগ দুর্নীতি ফাইল' প্রকাশ করেছেন শুভেন্দু ৷

একদিকে একে একে দলের নেতা-মন্ত্রী-বিধায়কদের গ্রেফতারিতে যখন প্রবল অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, তখনই সোমবার সাতসকালে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী ৷ তিনি একটি ফাইলের ছবি প্রকাশ করেন, যেখানে লেখা রয়েছে 'তোলামূল নিয়োগ দুর্নীতি ফাইল' ৷ ক্যাপশনে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গের শাসক দল সর্বোচ্চ দরদাতার কাছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকরি বিক্রি করার জন্য তার নিজস্ব সমান্তরাল 'তোলামূল সার্ভিস কমিশন' প্রতিষ্ঠা করেছে । গত বছরের অর্ধেক তদন্তে প্রমাণিত হয়েছে যে, নির্বাচিত তৃণমূল প্রতিনিধিরা মিডলম্যান।"

এই টুইটের পর একে একে নাম ধরে ধরে অভিযোগের আঙুল তোলেন শুভেন্দু ৷ পরের টুইটে চাকরি প্রার্থীদের নাম ও রোল নম্বর-সহ তৃণমূল প্রতিনিধিদের লেটারহেডে নিয়োগের চিঠি প্রকাশ করেন তিনি ৷ সেখানে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান, কারা মন্ত্রী অখিল গিরি, বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিকের বিরুদ্ধে সরাসরি নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী ৷

টুইটে তিনি লেখেন, "ঠিক যেমন, মাননীয় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের কারণে; 'পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য নগদ' কেলেঙ্কারিতে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস কুমার সাহার ভূমিকা স্ক্যানারে রয়েছে; একইভাবে নীচের তৃণমূল সাংসদ, মন্ত্রী ও বিধায়কদের র‌্যাকেটের গভীর শিকড় বের করার জন্য তদন্ত করা উচিত ৷"

বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়, বলাগড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক অসীম কুমার মাঝির বিরুদ্ধেও অভিযোগ এনে তিনি আরও লেখেন, এই প্রাক্তন তৃণমূল বিধায়কদের জড়িত থাকার বিষয়েও তদন্ত হওয়া দরকার । ভবিষ্যতে আরও অনেক দুর্নীতির তথ্য ফাঁস করবেন বলেও এ দিন টুইটে হুমকি দিয়ে রেখেছেন বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন:সারদা থেকে নিয়োগ দুর্নীতি ! এগারো বছরে গ্রেফতার রাজ্যের এক ডজন সাংসদ-বিধায়ক

ABOUT THE AUTHOR

...view details