কলকাতা, 5 জুন: বালাসোরের ট্রেন দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর ৷ এই ঘটনার পিছনে তৃণমূলের হাত আছে কি না, সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা ৷ সোমবার ওড়িশার ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, "এই পুরো ঘটনার পিছনে তৃণমূল আছে । এত ভয় কেন মুখ্যমন্ত্রীর? গতকাল রাত থেকেই তাঁদের ভয় শুরু হয়েছে । ওড়িশায় ঘটনা ঘটেছে তাহলে তৃণমূলের এত ভয় কেন । কই নীতীশ কুমার তো এইসব বলেননি। এত ' জ্বলুনি ' আপনাদের । কলকাতা পুলিশ এটা করতে পারে না বলছেন, তাহলে তিনি তো পরিষ্কার বলে দিচ্ছেন কে করেছে। আগামিদিনে অনেক বড় দুর্নীতি প্রকাশ্যে আসবে, তৃণমূল বুঝতে পারবে ।"
ওড়িশার ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে তৃণমূলকে কাঠগড়ায় তুলে এদিন একাধিক প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী তাঁর কথায়,"রেল দুর্ঘটনায় একটি গুরুত্বপূর্ণ কল রেকর্ড কী করে তৃণমূলের হাতে যায় সেটাও আমি জানতে চাইব ? এর উত্তরে গতকাল মুখ্যমন্ত্রী নিজে মুখেই স্বীকার করেছেন কলকাতা পুলিশের কাজ নেই ? তাহলে এর থেকে স্পষ্ট যে এটা কলকাতা পুলিশের কাজ । কলকাতা পুলিশেরএসটিএফ এই কাজ করে তৃণমলের হাতে তুলে দিয়েছে । তদন্তের মধ্যে এটা আনা উচিত এটা । আমি ছাড়ার লোক নই । আমি কিছুদিন দেখব, নাহলে আমি ভুবনেশ্বরে সিবিআই এর দফতরে পিটিশন দেব । প্রয়োজনে আদালতে যাব ?" রাজ্য থেকে কেন এত শ্রমিককে কাজের জন্য বাইরে যেতে হচ্ছে সেই প্রশ্নও তুলেছেন শুভেন্দু ৷
আরও পড়ুন: রেল বিপর্যয়ের তদন্তে সম্ভবত আজই দিল্লি থেকে বালাসোরে সিবিআই তদন্তকারীরা