কলকাতা, 7 নভেম্বর: গত সেপ্টেম্বরে বিদেশ সফরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সফর নিয়ে বিস্তারিত তথ্য জানতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার এই নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি ৷ সেখানেই এই হুঁশিয়ারি দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক ৷
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে টানা 11 দিনের জন্য বিদেশ সফর করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বেশ কয়েকদিন তিনি স্পেনে ছিলেন ৷ তার পর সংযুক্ত আরব আমিরশাহীতে ৷ এই সফরের বিস্তারিত তথ্য জানতে চান বিরোধী দলনেতা ৷ তাই তিনি গত 21 সেপ্টেম্বর তথ্য়ের অধিকার আইনে আবেদন করেন রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে ৷ একই আবেদন স্বরাষ্ট্র, তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দফতরের পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে করেছিলেন শুভেন্দু অধিকারী ৷
আগেই সেই বিষয়টি সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি ৷ মঙ্গলবার আবারও তিনি সেই প্রসঙ্গ তুললেন ৷ এবার তিনি জানিয়েছেন, তথ্যের অধিকার আইনে 30 দিনের মধ্যে তাঁর আবেদনের জবাব দেওয়ার কথা রাজ্য সরকারের ৷ কিন্তু সেই জবাব তিনি পাননি ৷ সেই কারণে গত 2 নভেম্বর তিনি আবার চিঠি দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৷ এবার তিনি আগের প্রশ্নগুলি তো করেছেনই ৷ তার সঙ্গে তিনি জানতে চেয়েছেন যে কেন তাঁকে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর সংক্রান্ত তথ্য দেওয়া হচ্ছে না ? রাজ্য সরকার কী লুকোতে চাইছে ? তথ্যের অধিকার আইন না মানার জন্য সংশ্লিষ্ট দফতরে কে নির্দেশ দিয়েছে ?
ওই পোস্টে বিরোধী দলনেতা আরও লিখেছেন, ‘‘আমি তাদের (রাজ্য সরকার) প্রতিক্রিয়ার জন্য আরও কয়েক দিন অপেক্ষা করব এবং তারপরে আমি এই বিষয়ে একটি উপযুক্ত আদালতে যাব ।’’ অর্থাৎ এবারও যদি রাজ্য জবাব না দেয়, তাহলে আইনি পথে হাঁটবেন শুভেন্দু ৷