পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের বিস্তারিত তথ্য জানতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari about Mamata Banerjee Foreign Trip: গত সেপ্টেম্বরে 11 দিনের সফরে স্পেন ও সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে বিস্তারিত তথ্য জানতে তথ্যের অধিকার আইনে রাজ্যের কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নির্ধারিত 30 দিনের মধ্যে উত্তর না পেয়ে ফের আবেদন করেছেন তিনি ৷ এবার উত্তর না পেলে সরাসরি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা ৷

Suvendu Adhikari-Mamata Banerjee
Suvendu Adhikari-Mamata Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 12:49 PM IST

কলকাতা, 7 নভেম্বর: গত সেপ্টেম্বরে বিদেশ সফরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সফর নিয়ে বিস্তারিত তথ্য জানতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার এই নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি ৷ সেখানেই এই হুঁশিয়ারি দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক ৷

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে টানা 11 দিনের জন্য বিদেশ সফর করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বেশ কয়েকদিন তিনি স্পেনে ছিলেন ৷ তার পর সংযুক্ত আরব আমিরশাহীতে ৷ এই সফরের বিস্তারিত তথ্য জানতে চান বিরোধী দলনেতা ৷ তাই তিনি গত 21 সেপ্টেম্বর তথ্য়ের অধিকার আইনে আবেদন করেন রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে ৷ একই আবেদন স্বরাষ্ট্র, তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দফতরের পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে করেছিলেন শুভেন্দু অধিকারী ৷

আগেই সেই বিষয়টি সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি ৷ মঙ্গলবার আবারও তিনি সেই প্রসঙ্গ তুললেন ৷ এবার তিনি জানিয়েছেন, তথ্যের অধিকার আইনে 30 দিনের মধ্যে তাঁর আবেদনের জবাব দেওয়ার কথা রাজ্য সরকারের ৷ কিন্তু সেই জবাব তিনি পাননি ৷ সেই কারণে গত 2 নভেম্বর তিনি আবার চিঠি দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৷ এবার তিনি আগের প্রশ্নগুলি তো করেছেনই ৷ তার সঙ্গে তিনি জানতে চেয়েছেন যে কেন তাঁকে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর সংক্রান্ত তথ্য দেওয়া হচ্ছে না ? রাজ্য সরকার কী লুকোতে চাইছে ? তথ্যের অধিকার আইন না মানার জন্য সংশ্লিষ্ট দফতরে কে নির্দেশ দিয়েছে ?

ওই পোস্টে বিরোধী দলনেতা আরও লিখেছেন, ‘‘আমি তাদের (রাজ্য সরকার) প্রতিক্রিয়ার জন্য আরও কয়েক দিন অপেক্ষা করব এবং তারপরে আমি এই বিষয়ে একটি উপযুক্ত আদালতে যাব ।’’ অর্থাৎ এবারও যদি রাজ্য জবাব না দেয়, তাহলে আইনি পথে হাঁটবেন শুভেন্দু ৷

আরও পড়ুন:তৃণমূলের দুর্নীতির ‘ভাব সম্প্রসারণ’ শুভেন্দু অধিকারীর

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের কাছ থেকে জানতে চান যে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের সময় কারা সঙ্গী হিসেবে ছিলেন ? যাঁরা সঙ্গে ছিলেন, তাঁদের বেছে নেওয়ার প্রক্রিয়া কীভাবে হল ? কারা শুরু থেকেই মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন, আর কারা মাঝপথে যোগ দিয়েছিলেন ?

একই সঙ্গে রাজ্য সরকারের কাছে মুখ্যমন্ত্রী 11 দিনের বিদেশ সফরের খরচও জানতে চেয়েছেন বিরোধী দলনেতা ৷ তিনি মোট খরচের পাশাপাশি বিমান ভাড়া, থাকার খরচ, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের খরচ, সেখানে যাতায়াতের খরচ, সবটাই জানতে চেয়েছেন ৷

এখন দেখার শুভেন্দু অধিকারীর দ্বিতীয় আবেদন সাড়া রাজ্য সরকার দেয় ! নাকি এই নিয়ে আদালতের দ্বারস্থ হন বিরোধী দলেনেতা !

আরও পড়ুন:সফরসঙ্গী কারা, খরচ কত ? মুখ্যমন্ত্রীর সফরের খুঁটিনাটি জানতে চেয়ে আরটিআই শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details