নয়াদিল্লি, 20 ডিসেম্বর: পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ মঙ্গলবার শাহের অফিসে প্রায় 30 মিনিট কথা হয় দুই নেতার ৷ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী ও অমিত শাহের এই বৈঠককে গুরুত্ব দিয়েই দেখছে রাজনৈতিক মহল ৷ এদিন বৈঠক শেষে এক টুইটে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের একাধিক বিষয় নিয়ে এদিন তাঁদের মধ্যে আলোচনা হয়েছে (Suvendu Adhikari meets Amit Shah in Delhi)৷
উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজ্যে এসেছিলেন অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ সেদিন রাতেই দলের রাজ্য দফতরে তিনি বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেছিলেন ৷ পরের দিন অর্থাৎ শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় অঞ্চলিক পরিষদের বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেই বৈঠক শেষে দিল্লি উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে তাঁর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার ৷ সেদিনই শুভেন্দু জানিয়েছিলেন, সোমবার রাজ্যের বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক করবে শীর্ষ নেতৃত্ব ৷ সেই বৈঠকে তিনিও থাকবেন ৷ পরের দিন তিনি দেখা করবেন অমিত শাহের সঙ্গে (Suvendu Adhikari and Amit Shah meeting)৷