পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari Allegation: 'সিজার পত্নী সন্দেহের ঊর্ধ্বে কিন্তু...', দুর্নীতিতে এবার কাজরী বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ালেন শুভেন্দু - শুভেন্দু অধিকারীর টুইট

রবিবার একটি টুইট করেছেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি দুর্নীতি ইস্যুতে টেনে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নাম (Allegation of Suvendu Adhikari) ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী

By

Published : Feb 12, 2023, 10:48 PM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি:বালিগঞ্জে থেকে রাশি রাশি টাকা উদ্ধারের ঘটনায় আগেই ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ রবিবার আরও বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ এবার তিনি দাবি করলেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায় ও মনজিৎ সিং গ্রেওয়ালের যৌথ সম্পত্তি রয়েছে (Suvendu Adhikari tweets) ৷

এই বিষয়টি নিয়ে রবিবার রাতে একটি টুইট করেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি তিনটি সম্পত্তির নাম, সেগুলির বাজার মূল্য উল্লেখ করে কাজরী বন্দ্যোপাধ্যায়ের নাম এনেছেন ৷ সেই সম্পত্তিগুলির যৌথ ক্রেতার তালিকায় সেখানে কাজরী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনজিৎ সিং-এর নাম দেখা যাচ্ছে ৷ আরও একটি ক্ষেত্রে কাজরীর সঙ্গে মনোজিৎ সিং ও অমরজিৎ সিংয়ের নাম দেখা যাচ্ছে ক্রেতা হিসেবে ৷

আরও পড়ুন: 'বাম-কংগ্রেস জোট করেছে নিজেদের স্বার্থে', তোপ কুণালের

এই টুইটে কটাক্ষ করে শুভেন্দু লিখেছেন, "সিজার পত্নী (সেক্সপিয়রের জুলিয়াস সিজার নাটকের অংশ) সন্দেহের ঊর্ধ্বে থাকলেও কার্তিকের স্ত্রীকে সমস্ত দায় থেকে মুক্ত করা হয়েছে ৷ কারণ তিনি মাননীয়ার আত্মীয়, তোলামূল কাউন্সিলর ৷" কাজরী বন্দ্যোপাধ্যায় কলকাতা পৌরনিগমের কাউন্সিলর, এখানে কটাক্ষের মাধ্যমে সেটাই বোঝাতে চেয়েছেন শুভেন্দু অধিকারী ৷

এদিন এই প্রসঙ্গে আরও একটি টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ সেখানে তিনি লেখেন, "কালীঘাটের কাকু, পিসি, ভাইপো, কাকিমা, বউমা, শ্যালিকা প্রত্যেকে একই ধাঁধাঁর বিভিন্ন অংশ ৷ প্রত্যেকেই এর নির্বিঘ্ন সঞ্চালনের কাজে জড়িত ছিলেন ৷ যত ইচ্ছে কয়লা ধুয়ে নিন কিন্তু তা কালোই থাকবে ৷ ঠিক তোমাদের ভবিষ্যতের মতো..." ৷ উল্লেখ্য, এর আগে রাজ্যে কয়লা পাচার, গরুপাচারের মতো একাধিক দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব ৷ কয়লাপাচার কাণ্ডে ইডির জেরার মুখেও পড়তে হয়েছে অভিষেককে ৷ এবার টাকা উদ্ধারের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রীর নাম করলেন শুভেন্দু অধিকারী ৷

ABOUT THE AUTHOR

...view details