পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা, শাহর সঙ্গে মমতার কথা নিয়ে ফোন নম্বর প্রকাশের হুঁশিয়ারি শুভেন্দুর

জাতীয় তকমা বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের দ্বারস্থ হয়েছিলেন বলে দাবি শুভেন্দু অধিকারীর ৷ প্রমাণ করতে পারলে মমতা মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷ যা নিয়ে ফোন নম্বর প্রকাশ্যে আনার পালটা হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari

By

Published : Apr 19, 2023, 6:07 PM IST

কলকাতা, 19 এপ্রিল: দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার কিছুক্ষণ পর পালটা টুইট করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা ৷ লিখলেন, ‘‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা !’’

মমতা ও শুভেন্দুর মধ্যে এই রাজনৈতিক বাকযুদ্ধের পটভূমি তৈরি হয়েছিল মঙ্গলবার ৷ ওইদিন বিরোধী দলনেতা দাবি করেন, জাতীয় দলের তকমা বাঁচাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চারবার ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার সকালে এই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তিনি শুভেন্দুর দাবিকে ডাহা মিথ্যে বলে পালটা দাবি করেন ৷

তার পর নবান্নে সাংবাদিক বৈঠকে এই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না করে শুভেন্দুকে কিম্ভুত কিমাকার বলেও কটাক্ষ করেন মমতা ৷ পাশাপাশি চ্যালেঞ্জ করেন যে এই নিয়ে অমিত শাহকে যে তিনি ফোন করেছেন, তা প্রমাণ করতে পারলে তিনি মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন ৷ স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে হইচই পড়ে রাজ্য রাজনীতিতে ৷

কিছুক্ষণ পরই পালটা টুইট করেন শুভেন্দু অধিকারী ৷ তিনি লিখেছেন, ‘‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা !’’ একই সঙ্গে তাঁকে নাম না করে ‘কিম্ভুত কিমাকার’ বলার বিষয়টি লজ্জাজনকও বলেছেন শুভেন্দু ৷ তাঁর দাবি, এই ধরনের মন্তব্য এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কেও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি তিনি দাবি করেছেন, দিল্লিতে একটি ল্যান্ডলাইন ফোন থেকে ফোন করা হয়েছিল ৷ সেই ফোনের নম্বরও তিনি সময় এলে প্রকাশ করবেন ৷ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, আগামিকাল এর জবাব দেবেন তিনি ৷ সেই পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন ৷

যদিও তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই নিয়ে শুভেন্দু অধিকারী ও অমিত শাহকে মানহানির চিঠি পাঠিয়েছে ৷ এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে ৷ সেই চিঠি টুইট করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, ‘‘আদালতে দেখা হবে ৷’’

আরও পড়ুন:শাহকে ফোনের প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগের চ্যালেঞ্জ মমতার

ABOUT THE AUTHOR

...view details