কলকাতা, 19 এপ্রিল: দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার কিছুক্ষণ পর পালটা টুইট করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা ৷ লিখলেন, ‘‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা !’’
মমতা ও শুভেন্দুর মধ্যে এই রাজনৈতিক বাকযুদ্ধের পটভূমি তৈরি হয়েছিল মঙ্গলবার ৷ ওইদিন বিরোধী দলনেতা দাবি করেন, জাতীয় দলের তকমা বাঁচাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চারবার ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার সকালে এই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তিনি শুভেন্দুর দাবিকে ডাহা মিথ্যে বলে পালটা দাবি করেন ৷
তার পর নবান্নে সাংবাদিক বৈঠকে এই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না করে শুভেন্দুকে কিম্ভুত কিমাকার বলেও কটাক্ষ করেন মমতা ৷ পাশাপাশি চ্যালেঞ্জ করেন যে এই নিয়ে অমিত শাহকে যে তিনি ফোন করেছেন, তা প্রমাণ করতে পারলে তিনি মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন ৷ স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে হইচই পড়ে রাজ্য রাজনীতিতে ৷