পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Dig At Mamata: আইনশৃঙ্খলায় রাজ্যের স্কোর 'এফ', হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশে মমতাকে তোপ শুভেন্দুর - মমতা বন্দ্য়োপাধ্যায়

আইনশৃঙ্খলায় রাজ্য সরকারের স্কোর 'এফ' ৷ হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, তাকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন শুভেন্দু অধিকারী ৷

Suvendu Mamata ETV bharat
শুভেন্দু মমতা

By

Published : Apr 5, 2023, 7:05 PM IST

কলকাতা, 5 এপ্রিল: হনুমান জয়ন্তীতে রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশের পাশাপাশি প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আদালতের এই আদেশকে হাতিয়ার করে রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি টুইটে লিখেছেন, আদালতের এই নির্দেশই রাজ্যের মার্কশিট ৷ যেখানে আইনশৃঙ্খলায় 'এফ' গ্রেড পেয়েছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার ৷

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যে হিংসার আগুন জ্বলতে দেখেছে মানুষ ৷ হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়ায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়েছে ৷ আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার হনুমান জয়ন্তী ৷ রামনবমীর মতোই যাতে এই উৎসবেও রাজ্যে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

বুধবার সেই মামলার শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে ৷ আদালত নির্দেশ দেয় যে, হনুমান জয়ন্তীতে রাজ্যে আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে, তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশের পাশাপাশি প্রয়োজনে নিরাপত্তার দায়িত্ব দিতে হবে কেন্দ্রীয় বাহিনীকে ৷

আদালতের এই নির্দেশ নিয়েই আজ রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর মতে, এই নির্দেশই বলে দেয় যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ অবস্থায় রয়েছে ৷ টুইটে বিরোধী দলনেতা লিখেছেন, "হনুমান জয়ন্তীর মিছিলে শান্তি বজায় রাখতে পুলিশকে সহায়তা করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করার নির্দেশ দিয়েছে মাননীয় কলকাতা হাইকোর্ট ।" রাজ্য়ের স্বরাষ্ট্রমন্ত্রক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি আরও লিখেছেন যে, "এটিই আপনাদের মার্কশিট রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রক এবং মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আইনশৃঙ্খলায় আপনাদের স্কোর 'এফ'৷"

বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিল করার জন্য 2 হাজার আবেদন এসেছে রাজ্যের কাছে ৷ হনুমান জয়ন্তীর জন্য রাজ্য কিছু নতুন পদক্ষেপ করেছে বলেও জানান তিনি ৷

আরও পড়ুন:হনুমান জয়ন্তীর মিছিলে রাজ্য পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, নির্দেশ হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details