কলকাতা, 1 ডিসেম্বর: বাড়ির সামনে মাইক বাজিয়ে তাঁকে হেনস্থা করা হতে পারে এমন আশঙ্কায় আাদলতের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ 3 ডিসেম্বর তৃণমূলের সভা হওয়ার কথা রয়েছে ৷ এতে কয়েক হাজার লোকের জমায়েতের সম্ভাবনা রয়েছে ৷ এই সভা শুভেন্দুর বাড়ির 100 মিটারের মধ্যে। বিধানসভার বিরোধী দলনেতার দাবি, এসপি, ওসিকে অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি ৷ তাই বিচারপতি রাজাশেখার মান্থার বেঞ্চে মামলা দায়েরের অনুমতির আবেদন চাইলেন বিরোধী দলনেতা । আজ বেলা দুটোয় শুনানি হতে পারে বলে জানা গিয়েছে ৷
এর আগে তাঁর বাড়ির সামনে স্বাস্থ্য শিবিরের নামে মাইক বাজিয়ে শাসকদল তাঁকে হেনস্থা করেছে দাবি করে হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের করা একের পর এক পুলিশি অভিযোগ নিয়েও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ।