কলকাতা, 28 অগস্ট: দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় আদালতের দারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর বক্তব্য, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে । বিস্ফোরণে মৃত্যু হয়েছে অনেকের ৷ তাই এই ঘটনায় এনআইএ তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে তাঁর তরফে । জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছেন আইনজীবী ।
আদালতে করা আবেদনে শুভেন্দু অধিকারীর তরফে জানানো হয়েছে যে বহু ক্ষেত্রে এনআইএ-র হাতে তদন্তভার গেলেও রাজ্যের তরফ থেকে অসহোযোগিতা করা হয়েছে ৷ তাই আদালতের নজরদারিতে তদন্ত হোক ৷ আগামিকাল শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলার ।
পাশাপাশি, দত্তপুকুরে কারখানায় বিস্ফোরণের ঘটনায় জনস্বার্থ মামলা করেছেন বিজেপির আরেক নেতা রাজর্ষি লাহিড়ি । মামলার আবেদনে তাঁর দাবি, রাজ্যের মদতেই এই ধরনের বেআইনি বাজি কারখানা গজিয়ে উঠছে । রবিবারের ঘটনার কেন্দ্রীয় সংস্থা দ্বারা নিরপেক্ষ তদন্ত প্রয়োজন ৷ তাছাড়া বাজি কারখানার লাইসেন্স কে বা কারা দেয়, তাও সামনে আসা জরুরি ৷