কলকাতা, 11 জুলাই: পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার ঠিক মতো হয়নি, এই অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের আবেদন করলেন বিরোধী দলনেতা ৷ আবেদনে শুভেন্দু অধিকারীর আইনজীবী উল্লেখ করেছেন, আদালতের নির্দেশ থাকার পরেও পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করেনি রাজ্য নির্বাচন কমিশন ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷ অধীর চৌধুরীর কমিশনের বিরুদ্ধে দায়ের করা মামলার সঙ্গেই এই মামলার শুনানি হবে ৷ আগামিকাল অর্থাৎ, বুধবার এই মামলাগুলির শুনানি হতে পারে ৷
এ দিন আদালতে মামলা দায়ের করার অনুমতি চেয়ে শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আবেদন করেন ৷ তিনি সওয়ালে বলেন, ‘‘রাজ্যের একাধিক জেলায় ব্যালট বাক্স লুট হয়েছে ৷ দুষ্কৃতীরা সেই ব্যালট বাক্সের উপর মূত্রত্যাগ করেছেন ৷ সেই সব ভিডিয়োতে দেখা গিয়েছে ৷’’ এই বক্তব্য পেশ করার সময় প্রধান বিচারপতিকে একটি ছবি দেখান শুভেন্দু আইনজীবী ৷ এ দিন ভোট পরবর্তী হিংসার অভিযোগে প্রিয়াঙ্কা টিবরেওয়ালও একটি মামলা করেছেন ৷ তিনি বলেন, ‘‘রাজ্যের বিভিন্ন জেলায় বিধানসভা ভোটের মতোই নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে ৷ রাজ্য নির্বাচন কমিশন এর জন্য সম্পূর্ণ দায়ী ৷ কাউকে না কাউকে তো এর দায় নিতে হবেই ?’’