কলকাতা, 17 জানুয়ারি: আগামী 22 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল আটকানোর জন্য আদালতের দারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলে সম্প্রীতি বিঘ্নিত হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন তিনি ৷ সেই কারণেই কলকাতা হাইকোর্টের কাছে তিনি জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন করেন । তাঁকে মামলা দায়ের করার অনুমতিও দেন বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ । মামলায় যুক্ত করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকেও । আগামিকাল, বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।
রামমন্দিরের উদ্বোধন হবে আগামী 22 জানুয়ারি ৷ সেই দিন রাজ্যে সম্প্রীতি মিছিল করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মিছিল পিছিয়ে দেওয়ার আবেদনও করেছেন বিরোধী দলনেতা । পাশাপাশি সেদিন রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক বলেও আবেদন করা হয়েছে শুভেন্দু অধিকারীর তরফে ।
মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সাংবাদিক বৈঠক থেকে মমতা জানান, আগামী 22 জানুয়ারি কলকাতায় তিনি সম্প্রীতি মিছিলে হাঁটবেন ৷ সেই মিছিল শুরু হবে কলকাতার হাজরা মোড় থেকে ৷ শেষ হবে পার্ক সার্কাসে ৷ তার পর সেখানে সভা করবেন মমতা ৷ তিনি জানিয়েছেন যে মিছিল শুরুর আগে কালীঘাট মন্দিরে পুজো দেবেন৷ তার পর মিছিলে হাঁটা শুরু করবেন ৷ পাশাপাশি রাজ্যজুড়েও এই সম্প্রীতি মিছিল হবে বলে তিনি জানিয়েছেন ৷ সেদিন দুপুর 3টের সময় এই মিছিল শুরু হবে ৷