কলকাতা, 24 জুলাই: একুশে জুলাইয়ে মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সোমবার এই নিয়ে তাঁর আইনজীবী সূর্যনীল দাস হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন ৷ জরুরি ভিত্তিতে মামলা শোনার আরজি জানান । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম জরুরি ভিত্তিতে মামলা শোনার প্রয়োজন আছে বলে মনে করেননি । তবে তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা: গত শুক্রবার ছিল তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণের অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে আগামী 5 অগস্ট তৃণমূলের কর্মী-সমর্থকদের জন্য একটি কর্মসূচি ঘোষণা করেন ৷ তিনি নির্দেশ দেন, বিজেপির সবস্তরের নেতাদের বাড়ি ওইদিন ঘেরাও করতে হবে ৷ শান্তিপূর্ণভাবে অবস্থান হবে ৷ কিন্তু দেখতে হবে যাতে ওই নেতা বাড়ি থেকে বের হতে না পারেন কিংবা বাড়িতে ঢুকতে না পারেন ৷ তবে বাড়িতে কোনও বৃদ্ধ থাকলে তাঁকে ছাড় দেওয়ার পরামর্শও মঞ্চ থেকেই দেন অভিষেক ৷
কর্মসূচিতে বদল করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরেই ভাষণ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি অভিষেকের ঘোষণা করা কর্মসূচি বদলে দেন ৷ তিনি জানান, বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বুথে বুথে করার প্রয়োজন নেই ৷ ব্লকস্তরে ওই কর্মসূচি করতে হবে ৷ আর বিজেপি নেতাদের বাড়ি থেকে 100 মিটার দূরে এই প্রতীকী ঘেরাও কর্মসূচি হবে ৷
আরও পড়ুন:নিশানায় অভিষেক-মমতা, বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির বিরুদ্ধে ই-মেইলে থানায় অভিযোগ শুভেন্দুর