পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

MGNREGA 100 Days Work: 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা শুভেন্দুর - 100 দিনের কাজে দুর্নীতিতে হাইকোর্টেমামলা শুভেন্দুর

দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী ৷ গোটা রাজ্যে 100 দিনের কাজের টাকা নয়ছয় করেছে তৃণমূল কর্মীরা(MGNREGA 100 Days Work)৷ এমনই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি ৷

Etv Bharat
100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা শুভেন্দুর

By

Published : Nov 14, 2022, 8:56 PM IST

কলকাতা, 14 নভেম্বর: 100 দিনের কাজে টাকা নয়ছয় করা হয়েছে ৷ এই দুর্নীতির অভিযোগ নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari File A Case at High Court on 100 Days Work Corruption)।

আবেদনকারীর দাবি, কেন্দ্রের প্রদেয় অর্থ ও পাশাপাশি রাজ্যের খরচ নিয়ে সিএজি(CAG) তদন্তের নির্দেশ জারি করুক আদালত । চলতি সপ্তাহে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা এই মামলার । বিরোধী দলনেতার দাবি, গোটা রাজ্যে 100 দিনের কাজে যে পরিমাণ অর্থ নয়ছয় করা হয়েছে তা যদি যথার্থভাবে খতিয়ে দেখা হয় তাহলে বিপুল দুর্নীতি সামনে আসবে । রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি অর্থ শাসকদলের কর্মীরা ভুয়ো কাগজপত্র বানিয়ে অপব্যবহার করেছে ।

উল্লেখ্য, এর আগে 100 দিনের কাজের টাকা খরচের ব্যাপারে বিপুল দুর্নীতি সামনে এসেছে মালদা ও মুর্শিদাবাদ জেলায় । মালদা, মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি এলাকার পঞ্চায়েত প্রধান সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার ঘটনা ইতিমধ্যেই সামনে এসেছে । সেই ব্যাপারে সিএজি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন :100 দিনের কাজে টাকা আত্মসাতের অভিযোগ, তুঙ্গে কাজিয়া

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details