কলকাতা, 6 নভেম্বর: ফের বিতর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরি ৷ এ বার তাঁর বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি রাজ্যপালকে ইমেল করে কারামন্ত্রকের প্রতিমন্ত্রীকে বহিষ্কার করা ও তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ৷ সেই চিঠি নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) পোস্ট করার পাশাপাশি তিনি অখিল গিরির বিতর্কিত মন্তব্যের ভিডিয়োও তুলে ধরেছেন সোশাল মিডিয়ায় ৷
এর আগে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলেছিলেন মন্ত্রী অখিল গিরি ৷ সেই জল গড়িয়েছিল অনেক দূর ৷ ড্যামেজ কন্ট্রোলে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন ৷ এরপর অখিল গিরির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে ৷ আর এ বার বিতর্ক রাজ্যপালকে নিয়ে অখিল গিরির মন্তব্যকে ঘিরে ৷
সোমবার নিজের এক্স হ্যান্ডেলে অখিল গিরির 4 নভেম্বররের একটি বক্তব্যের ভিডিয়ো পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে একটি জনসভায় অখিল গিরিকে রাজ্যপালকে নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে ৷
মন্ত্রী বলছেন, "এত হম্বিতম্বি কীসের ? আমরা পারি না নাকি ! আমরা পারি ৷ তোমার কলার ধরে 10 মিনিটে জেলে ঢুকিয়ে দিতে পারি আমরা, আমাদের যা কাগজ আছে ৷ নবান্নতে যা কাগজ আছে ৷ আমরা দেখছি ৷ আমাদের হাতেও কাগজপত্র আছে ৷ সেই জন্যই তো 10 তারিখ আনন্দ বোস...সিভি আনন্দ বোসের ব্যাপারটা আমরা জানি না নাকি ! রাজ্যপাল, কেন কুণাল ঘোষের পুজো উদ্বোধন করতে গেছো, আমরা জানি না নাকি ! হোয়াটসঅ্যাপে কী আছে তোমার ! তুমি কেন মুখ্যমন্ত্রীকে 10 তারিখ ডেকেছো আলোচনার জন্য 100 দিনের থেকে কাজের থেকে, আমরা জানি না ! তোমার কলঙ্ক আমরা ধরব ৷ ছাড় পাবে না আমাদের কাছে ৷ আমাদেরও আইবি আছে পশ্চিমবঙ্গে ৷ আমাদেরও ফাইল রেডি ৷ "
আরও পড়ুন:প্রধানমন্ত্রী মোদি ডাকাতদের রাজা, কটাক্ষ অখিল গিরির
এই বক্তব্যেরই তীব্র বিরোধিতা করেছেন শুভেন্দু ৷ রাজ্যপালকে পাঠানো ইমেল ওই পোস্টের সঙ্গে জুড়ে দিয়ে ক্যাপশনে বিরোধী দলনেতা লিখেছেন, "আজ, আমি মোটরমাউথ মন্ত্রী অখিল গিরির করা একটি চাঞ্চল্যকর অভিযোগের বিষয়ে মাননীয় রাজ্যপাল ডা. সিভি আনন্দ বোসকে একটি ইমেল পাঠিয়েছি । আশা করি, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । স্ব-ব্যাখ্যামূলক বিবরণের চিঠি এবং ভিডিয়ো ক্লিপটি এখানে সংযুক্ত করা হয়েছে ৷"
রাজ্যপালকে ইমেল শুভেন্দুর চিঠিতে রাজ্যপালকে শুভেন্দু লিখেছেন, "আপনার নিয়োগ করা কারা দফতরের প্রতিমন্ত্রী অখিল গিরির উচ্চ পদে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে খারাপ কথা বলার একটা অভ্যেস তৈরি হয়েছে ৷" এ প্রসঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির মন্তব্যের কথা তুলে এনে শুভেন্দু অভিযোগ করেন যে, রাজ্য সরকার সেই ঘটনার জন্য অখিল গিরির বিরুদ্ধে ব্যবস্থা নিলে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতেন ৷ কিন্তু সেটা করা হয়নি বলেই এ বার রাজ্যপালকে নিশানা করেছেন অখিল গিরি ৷
শুভেন্দু রাজ্যপালকে লেখেন, "অখিল গিরি দাবি করেছেন যে, হোয়াটসঅ্যাপে আপনার বিরুদ্ধে কোনও কেলেঙ্কারির তথ্য এক পুজো উদ্যোক্তার কাছে রয়েছে বলেই আপনি তাঁর দুর্গাপুজোর উদ্বোধনে গিয়েছিলেন ৷ আর হোয়াটসঅ্যাপের সেই তথ্যের কারণেই আপনি মনরেগা নিয়ে 10 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসতে চেয়েছেন ৷" শুভেন্দু বলেন যে, অখিল গিরি এও দাবি করেছেন যে, রাজ্যপালের বিরুদ্ধে নবান্নে ফাইল প্রস্তুত রয়েছে ৷ এই মন্তব্য করে কারা প্রতিমন্ত্রী রাজ্যপালের চেয়ারের ভাবমূর্তি নষ্ট করেছেন বলে অভিযোগ করেন শুভেন্দু ৷ আর সেই কারণেই অখিল গিরির মন্ত্রীত্ব কেড়ে নেওয়া এবং তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার রাজ্যপাল যাতে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠান সেই আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা ৷
আরও পড়ুন:রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য অখিলের ! প্রতিবাদে পথে বিজেপি যুব মোর্চা
এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়ার জন্য ইটিভি ভারত অখিল গিরির সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান ৷ রাজ্যপালের বিরুদ্ধে নবান্নে ফাইল প্রস্তুত আছে - এই মন্তব্য তিনি কেন করেছেন এই প্রশ্নের জবাবে মন্ত্রী শুধু বলেন, "আমার সেটা মনে হয়েছে ৷ সবারই রিপোর্ট থাকে ৷ কে কেমন কাজ করছে ! আমারও রিপোর্ট আছে ৷ প্রত্যেকের কাজেরই ফাইল থাকে ৷ রাজ্যপালেরও কাজের ফাইল তৈরি আছে ৷ তিনিও সংবিধান মেনে কাজ করেছেন কি না, তার ফাইল রয়েছে ৷"
এই নিয়ে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, "ওনার মাথার ঠিক নেই ৷ রাঁচিতে পাঠাতে হবে ৷ তাঁদের মূল উদ্দেশ্যই হল কুরুচিকর মন্তব্য করে মিডিয়ার নজরে থাকা ৷ কী ভাবে দিদিমণির কাছাকাছি আসা যায় ৷ একজন মন্ত্রী যদি এমন কুরুচিকর মন্তব্য করতে থাকেন, তাহলে সাধরণ মানুষের কাছে কী বার্তা যাবে ৷ এ রকম চলতে থাকলে, মন্ত্রীরা যদি এ ভাবে রাজ্যপাল, রাষ্ট্রপতির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করতে থাকেন, তাহলে দলও ব্যবস্থা নেবে ৷ "