কলকাতা, 5 জুলাই:রাজ্যে নিত্যদিন বোমা বিস্ফোরণের ঘটনা সামনে আসছে ৷ পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী জানালেন, পশ্চিমবঙ্গ তো বোমা তৈরির আঁতুড়ঘরে পরিণত হচ্ছে ৷ কেবল মন্তব্য করে থেমে থাকা নয়, এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিলেন রাজ্যের বিরেধী দলনেতা (Suvendu Adhikari Demands NIA Investigation on Bombing Incidents in WB) ৷ শাহী চিঠিতে এনআইএ (NIA) তদন্তেরও আবেদন জানিয়েছেন তিনি। মুর্শিদাবাদের ডোমকলের ঘটনার পাশাপাশি পাণ্ডবেশ্বরের বিস্ফোরণ ঘটনার কথাও এদিন তাঁর মন্তব্যে উল্লেখ করেন শুভেন্দু।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে সিরাজুল নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বোমা বাঁধতে গিয়ে মৃত্যু ঘটে। সিরাজুল ছাড়াও তাঁর সঙ্গে থাকা আরও তিনজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তারই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি তাঁর চিঠিতে লিখেছেন যে, এই ধরনের ঘটনা দেখতে রাজ্যবাসী অভ্যস্ত হয়ে উঠছে।