কলকাতা, 1 নভেম্বর:ভুল চিকিৎসার কারণে তাঁর পায়ের ইনফেকশনে সেপটিকের মতো হয়ে গিয়েছিল বলে নিজেই আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করে এ বার তাঁকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নিজের সোশাল মিডিয়ার পাতায় এই নিয়ে সরব হয়েছেন তিনি ৷ তাঁর মতে, মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার জন্য পদত্যাগ করা উচিত স্বাস্থ্যমন্ত্রীর ৷ উল্লেখ্য, মমতারই অধীনে রয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর ৷
নিজের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এসএসকেএম হাসপাতালের নাম না করলেও, তাঁর চিকিৎসা যেহেতু এই সুপারস্পেশালিটি হাসপাতালেই হয়েছে, তাই ইঙ্গিতটা এই হাসপাতালের দিকেই ছিল ৷ এ বার সেই বক্তব্যের ভিত্তিতেই শুভেন্দুর দাবি, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শাসকদলের নেতাদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে এসএসকেএম হাসপাতাল ৷ ডাক্তারদেরও প্রশাসনিক চাপের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার ৷
আরও পড়ুন:ভুল চিকিৎসায় তাঁর সেপটিক হয়ে গিয়েছিল, মমতার কথায় কাঠগড়ায় কোন হাসপাতাল ?
ঠিক কী বলেছেন শুভেন্দু ?
এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভুল চিকিৎসা সংক্রান্ত বক্তব্য পেশ করার পরপরই এই নিয়ে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিয়ো ফুটেজ পোস্ট করেন ৷ সেই পোস্টের ক্যাপশনে শুভেন্দু লেখেন,
"এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত । এটা হল, রাজ্যের সবথেকে উচ্চমানের সরকারি হাসপাতালকে তোলামূলী চোর ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থল বানানোর অপচেষ্টার ফল । এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর আমলে এখানকার ডাক্তারবাবুরা চিকিৎসা কম করছেন এবং রাজনৈতিক ও প্রশাসনিক চাপের শিকার হয়ে ভুয়ো কাগজপত্র তৈরিতে বেশি মনোনিবেশ করতে বাধ্য হচ্ছেন ।"
মুখ্যমন্ত্রীর এ দিনের মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বাম ও কংগ্রেসও ৷ সিপিআইএম নেতা রবীন দেব বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী যখনই যা কিছু বলেন তাই-ই 'বেদবাক্য'। ফলে, তাঁর এই বেদবাক্য সংরক্ষণ করা উচিত । যাতে আগমীদিনে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দ্রুত রিসার্চ করতে পারেন ।"
আরও পড়ুন:'কেঁচো খুঁড়তে গেলে কেউটে বেরোবে', নাম না করে শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার
আর প্রদেশ কংগ্রেসের জনসংযোগ বিভাগের চেয়ারম্যান সৌম্য আইচ রায় বলেন, "নির্বাচন আসন্ন হলে মুখ্যমন্ত্রীর পা ভাঙে । তাঁর পায়ের চিকিত্সা ভালো ভাবে হয়নি, এটা তো মারাত্মক অভিযোগ । তাহলে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত । রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী কে ? আমাদের মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী । সারা রাজ্যের সেরা হাসপাতাল এসএসকেএম । সেখানে যদি রাজ্যের মুখ্যমন্ত্রীরই ভুল চিকিৎসা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন ?"
প্রসঙ্গত, এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অসুস্থতা প্রসঙ্গে বলেন, "10-12 দিন আমার আইভি চলেছে । আমার ইনফেকশনটা সেপটিক টাইপের হয়ে গিয়েছিল ভুল চিকিৎসার জন্য । যে ভাবে স্যালাইন দেওয়া হয় সেভাবে চ্যানেল করা ছিল আমার হাতে 7 দিন । বিছানা থেকে আমি উঠতে পারিনি ৷ সেই অবস্থাতেও প্রতিদিন কাগজ গিয়েছে । রোজ মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজির সঙ্গে কথা হয়েছে । পুজোর ক'দিন ভোর পাঁচটা পর্যন্ত আমি পাহারা দিয়েছি ।"