পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu on Cattle Smuggling Case: গরুপাচার মামলায় মমতা-অনুব্রতকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের দাবি শুভেন্দুর - সারদা চিট ফান্ড

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) এখন ইডি হেফাজতে রয়েছেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ এই মামলায় আরও তথ্য জোগাড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রতকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu on Cattle Smuggling Case
Suvendu on Cattle Smuggling Case

By

Published : Mar 10, 2023, 8:25 PM IST

গরুপাচার মামলায় মমতা-অনুব্রতকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের দাবি শুভেন্দুর

কলকাতা, 10 মার্চ: কয়েকদিন আগেই তিনি বলেছিলেন সারদা চিট ফান্ডের (Saradha Chit Fund Scam) সবচেয়ে বড় সুবিধাভোগীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । শুক্রবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে মুখ্যমন্ত্রীকে জেরার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।

শুক্রবার বাজেট নিয়ে আলোচনার ফাঁকেই নিজের ঘরে বসে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকে নিয়ে প্রতিক্রিয়া দেন বিরোধী দলনেতা । এই প্রসঙ্গে বলতে গিয়েই রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনলেন তিনি ।

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে ডাকা হয়েছে । দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে । এই প্রসঙ্গে তিনি কী বলতে চান! জবাবে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমি সুকন্যা মণ্ডল নিয়ে কিছু মন্তব্য করতে চাই না ।’’ মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে মুখোমুখি বসানো উচিত দাবি বিরোধী দলনেতার ।

তিনি আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে মুখোমুখি বসালেই, গরু কোন পথে পাচার করা হতো, কার নির্দেশে করা হতো এবং কোথায় কোথায় টাকা যেত, তা প্রকাশ্যে চলে আসবে ।’’ শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে তাঁর অনুমতি ছাড়া এনামুলের সঙ্গে যুক্ত হয়ে সায়গলরা অনুব্রত মণ্ডলের নেতৃত্বে গরুপাচার করতে পারতে না ।

তাঁর দাবি, ‘‘এই নির্দেশ তৎকালীন ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডারের কাছ থেকে গিয়েছে যে অনুব্রত মণ্ডল যা বলছেন, সেটা শুনতে হবে । এর সঙ্গে অনেকগুলি থানা অনেকগুলি থানা ও জেলার যোগ রয়েছে । অতএব মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোর সমর্থন ছাড়া ডিজিপি এবং এডিজি ল অ্যান্ড অর্ডারের কোনও ক্ষমতা নেই যে এই ধরনের কাজ করার লাইসেন্স অনুব্রত মণ্ডলকে দেয় ।’’

প্রসঙ্গত, দীর্ঘ টালবাহানার পর গত মঙ্গলবার আসানসোল থেকে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়েছে ইডি ৷ আদালতে প্রথমে তাঁকে 10 মার্চ পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল ৷ শুক্রবার অনুব্রতকে ফের আদালতে পেশ করা হয় ৷ এবার তাঁকে 11 দিনের জন্য ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

ইডি সূত্রের খবর, এই সময়ের মধ্যে গরুপাচার মামলায় একাধিক অভিযুক্ত ও সাক্ষীর সঙ্গে মুখোমুখি বসিয়ে অনুব্রতকে জেরা করতে চায় ইডি ৷ সেই তালিকায় গ্রেফতার হওয়া সায়গল হোসেন যেমন থাকতে পারেন, তেমনই থাকতে পারেন কেষ্ট-কন্যাও ৷

আরও পড়ুন:সায়গলের সঙ্গে অনুব্রতকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা ইডির, সুকন্যাকেও তলবের সম্ভাবনা

ABOUT THE AUTHOR

...view details