কলকাতা, 10 মার্চ: কয়েকদিন আগেই তিনি বলেছিলেন সারদা চিট ফান্ডের (Saradha Chit Fund Scam) সবচেয়ে বড় সুবিধাভোগীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । শুক্রবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে মুখ্যমন্ত্রীকে জেরার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।
শুক্রবার বাজেট নিয়ে আলোচনার ফাঁকেই নিজের ঘরে বসে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকে নিয়ে প্রতিক্রিয়া দেন বিরোধী দলনেতা । এই প্রসঙ্গে বলতে গিয়েই রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনলেন তিনি ।
তাঁকে প্রশ্ন করা হয়েছিল, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে ডাকা হয়েছে । দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে । এই প্রসঙ্গে তিনি কী বলতে চান! জবাবে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমি সুকন্যা মণ্ডল নিয়ে কিছু মন্তব্য করতে চাই না ।’’ মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে মুখোমুখি বসানো উচিত দাবি বিরোধী দলনেতার ।
তিনি আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে মুখোমুখি বসালেই, গরু কোন পথে পাচার করা হতো, কার নির্দেশে করা হতো এবং কোথায় কোথায় টাকা যেত, তা প্রকাশ্যে চলে আসবে ।’’ শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে তাঁর অনুমতি ছাড়া এনামুলের সঙ্গে যুক্ত হয়ে সায়গলরা অনুব্রত মণ্ডলের নেতৃত্বে গরুপাচার করতে পারতে না ।