কলকাতা, 15 ফেব্রুয়ারি: অতীতেও এই নিয়ে বৈঠক এড়িয়ে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একইভাবে বুধবার রাজ্য বাজেট ঘোষণার দিন মুখ্য তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বৈঠকটি এড়ালেন তিনি ৷ এই কমিশনার নিয়োগ নিয়ে বুধবার দুপুর সাড়ে বারোটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল শুভেন্দুর ৷ তার কিছুক্ষণ আগে টুইট করে বিরোধী দলনেতা জানিয়ে দিলেন, তিনি এই বৈঠকে উপস্থিত থাকবেন না ৷
প্রসঙ্গত, তাঁকে এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, কমিশনার (State Chief Information Commissioner) নিয়োগ সংক্রান্ত বৈঠকে তিনি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা । রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব বি পি গোপালিকাকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, "এ বিষয়টি আপনারাও জানেন, কোনও বৈঠকের নোটিসের সঙ্গে তার আলোচ্যসূচি (Agenda) এবং প্রাসঙ্গিক নোট (Agenda Notes) পাঠিয়ে দেওয়া হয় ৷ সেগুলি বৈঠকে টেবল করা হয় না ৷ দুর্ভাগ্যবশত, আমি বৈঠকের নোটিশের সঙ্গে তেমন কোনও নথিপত্র পাইনি ৷ শুধুমাত্র একটা তালিকায় প্রার্থীদের নাম ও তাঁদের সম্পর্কে মন্তব্য (Sundry Comments) দেখতে পেলাম ৷" এছাড়া বৈঠকে না-থাকার আরেকটি কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, "এই তালিকা দেখে মনে হচ্ছে, জাতীয় স্তরের সংবাদমাধ্যমে এর বিজ্ঞপ্তি ভালো করে দেওয়া হয়নি ৷ এবং আগে থাকতেই কমিশনার পদপ্রার্থীকে নির্বাচিত করে রাখা হয়েছে ৷ তাই এই বৈঠক নিছক একটা প্রহসনমূলক সরকারি আমন্ত্রণ ৷"