কলকাতা, 24 জানুয়ারি: অবিলম্বে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে মঙ্গলবার সরকারি কর্মচারী পর্ষদের তরফে নিউ সেক্রেটেরিয়েট বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয় । এই সভায় যোগ দিয়ে রাজ্যের বিরোধী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজ্যের কড়া সমালোচনা করেন ৷ কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷
রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও এদিন বিঁধেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari comments on Chief Secretary) ৷ তিনি বলেন,"হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই তিন তিনটি সরকারি আবাসন উপভোগ করছেন । আসলে বড় বেনিফিট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো ৷ আর ছোটখাটো বেনিফিট নিয়েছেন মুখ্যসচিব ।" রাজ্যের বিরোধী দলনেতার কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায়ের অপকর্মের যিনি নিত্যদিনের সঙ্গী সেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি তিনটি সরকারি আবাসন উপভোগ করছেন । পাশাপাশি বাড়তি অর্থও নিচ্ছেন । আমি আজ তাঁকে চিঠি দিয়েছি । আমি সাত দিন সময় দিয়েছি, অষ্টমদিনে আমি আদালতের দ্বারস্থ হব। "