শুভেন্দু অধিকারীর বক্তব্য কলকাতা, 28 নভেম্বর:"আগামী শীতের আগেই পিসি-ভাইপোর খেলা খতম হয়ে যাবে।" মঙ্গলবার ধর্মতলার সভা মঞ্চ পরিদর্শন করতে এসে এভাবেই তৃণমূলের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি ছুড়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বুধবার ধর্মলতায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সভা, সেখানে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ তার প্রস্তুতি দেখতেই এদিন সন্ধ্যায় সেখানে যান শুভেন্দু ৷
এদিন মিড ডে মিল প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন,"মিড ডে মিল বন্ধ হবে না । তবে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ চোর বিডিওরা জেলে যাবে । বাচ্চাদের মিড-ডে মিল ও চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।"
এদিনই তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বিজেপির সভাকে কটাক্ষ করে জানিয়েছেন, আগামীকাল 'গদ্দার' আসছে রাজ্যে। এই বিষয় শুভেন্দু এদিন পালটা বলেন, "আসলে ওরা ভয় পাচ্ছে । ঘুমোতে পারছে না । ইডি যে কপি আদালতে জমা দিয়েছে তাতে বলা হয়েছে মিউনিসিপ্যাল নিয়োগ দুর্নীতিতে একজন একজন প্রাক্তন মন্ত্রী যুক্ত রয়েছেন । 70টি মিউনিসিপ্যাল নিয়োগের ফাইলে ফিরহাদ হাকিমের সই রয়েছে । আমি যখন আজ বিধানসভায় চোর চোর বলছিলাম তখন ফিরহাদ হাকিম হা করে তাকিয়ে ছিল । তাঁর মুখ থেকে একটাও শব্দ বেরোয়নি। বিধানসভায় ফিরহাদ হাকিমদের মাথা নিচু হয়েছিল। ওরা ভয় পাচ্ছে যে ভারতে চোর ধরার সবচেয়ে বড় কারিগর অমিত শাহ আসছেন । বঞ্চিতদের সমস্ত বঞ্চনার স্থায়ী সমাধান বাতলে দিতে।"
উল্লেখ্য, গত কয়েকদিনে এই সভা নিয়ে জেলায় জেলায় ঘুরে প্রচার চালিয়েছেন শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির নেতৃত্ব ৷ এদিন সভামঞ্চ পরিদর্শনে যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও ৷ তিনি জানান, বুধবারের সভায় ঐতিহাসিক ভিড় হবে ৷
আরও পড়ুন:
- ন’বছর পর ভিক্টোরিয়া হাউজের সামনে সভা বঙ্গ বিজেপির, শাহী-বার্তার অপেক্ষায় গেরুয়া শিবির
- 'বুদ্ধদেবের বোকামি আর গোপালকৃষ্ণের ভদ্রতার সুযোগে শিল্পকে ধ্বংস করেছেন মমতা', মন্তব্য শুভেন্দুর
- কেন্দ্রের টাকা বন্ধ কেন ? বিধানসভায় বিজেপি বিধায়কদের প্রশ্নের মুখে সুকান্ত !