পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Slams CM: 'নির্লজ্জ সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী', রেড রোডের ভাষণ নিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর

শনিবার রেড রোডে ঈদের নমাজ পাঠের মঞ্চ থেকে রাজনৈতিক বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি ও কেন্দ্র সরকারকেও তিনি আক্রমণ করেন ৷ তাঁর ওই বক্তব্যের সমালোচনায় সরব হলেন শুভেন্দু অধিকারী ৷

ETV Bharat
মমতাকে আক্রমণ শুভেন্দুর

By

Published : Apr 22, 2023, 4:16 PM IST

Updated : Apr 22, 2023, 4:47 PM IST

কলকাতা, 22 এপ্রিল:রেড রোডে শনিবার ঈদের নমাজ পাঠ অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বক্তব্য রেখেছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি ৷ এই প্রসঙ্গ তুলে এবার মুখ্যমন্ত্রীকে 'নির্লজ্জ সাম্প্রদায়িক' বলে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এদিন এক টুইট বার্তায় শুভেন্দু লেখেন, "এটা ঈদ-উল-ফিতরের দিন মুসলিম সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানানোর ধরন? আপনার কী নূন্যতম সম্মানবোধ আছে তাঁদের জন্য, নাকি আপনি তাঁদের শুধু নিজের ভোট ব্যাঙ্ক হিসেবে দেখেন ৷ আপনি ওদের উৎসবকে এভাবে বিষাক্ত করছেন ৷ আপনার এই সাম্প্রদায়িক রাজনীতির ফল আপনাকে ভুগতে হবে ৷ বিজেপি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসে বিশ্বাস করে ৷ কিন্তু আপনি সবাইকে উসকে দিতে, লড়াইয়ে ইন্ধন দেওয়ার কাজ করেন ৷ যাতে তাঁরা আপনার অযোগ্যতা, অনুন্নয়ন, বেকারত্ব ও আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলতে না পারেন ৷ " এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিয়োও টুইট করেন শুভেন্দু ৷

আরও পড়ুন:'রাজ্যে এনআরসি করতে দেব না', রেড রোড থেকে বার্তা মমতার

উল্লেখ্য, এদিন রেড রোডের অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ৷ জানান, কেন্দ্রের বিজেপি সরকার আবার এনআরসি নিয়ে আসছে ৷ এরাজ্যে কোনও ভাবেই এনআরসি কার্যকর করতে দেওয়া হবে না ৷ প্রয়োজনে নিজের প্রাণ দিয়ে তিনি দেশভাগ রুখবেন ও বিভাজনকারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলেও এদিন জানিয়েছেন মমতা ৷

এদিন তিনি বলেন,"বিজেপির থেকে কেউ কেউ টাকা নিয়ে মুসলিম ভোট ভাগ করার কথা বলছে ৷ এত সহজ না ভোট ভাগ করা ৷ একবছরের মধ্যে দেশে নির্বাচন, আপনারা ঠিক করুন দেশে কে ক্ষমতায় আসবে কে আসবে না ৷ 2024 এর ভোটে সবাইকে একজোট হয়ে গণতন্ত্র রক্ষার জন্য লড়তে হবে ৷ কেন্দ্রের সরকার সংবিধান, ইতিহাস সব বদলে দিচ্ছে ৷ যা খুশি করছে, ফের এনআরসি নিয়ে আসছে ৷ আমি এনআরসি করতে দেব না ৷ ভাঙচুর করে কেউ নেতা হয় না ৷ আমরা একজোট হলে, ক্ষমতার বদল হবেই ৷"

Last Updated : Apr 22, 2023, 4:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details