পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Slams TMC: 'উনি একজন রেজিস্টার্ড মাতাল', মদনকে তীব্র কটাক্ষ শুভেন্দুর - suvendu adhikari criticises to madan mitra and tmc

অভিষেক-মমতা ও মদনকে একযোগে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী(Suvendu Slams Madan)৷ কলকাতায় এক কর্মসূচিতে এসে তাঁদের বিরুদ্ধে একাধিক কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷

ETV Bharat
শুভেন্দু ও মদন

By

Published : Sep 21, 2022, 7:13 AM IST

Updated : Sep 21, 2022, 8:43 AM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে এসে মঙ্গলবার মদন মিত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari Criticises to Madan Mitra and TMC)৷ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটু কথা বলা নিয়ে তিনি বলেন, "আগে নিজেদের মুখটা ব্লিচিং দিয়ে পরিষ্কার করুক তারপর আমাকে বলবে । একজন উচ্চমাধ্যমিক পাস আর আমি রবীন্দ্রভারতী থেকে এমএ- দু'জনের মধ্যে অনেক তফাৎ আছে ।"

মদন মিত্রকে রেজিস্টার্ড মাতাল বললেন শুভেন্দু অধিকারী, দেখুন ভিডিয়ো
পাশাপাশি মদন মিত্রর বোম মেরে উড়িয়ে দেওয়ার মন্তব্যে শুভেন্দু অধিকারী বলেন, "উনি একজন রেজিস্টার্ড মাতাল । ভোটের আগে খেজুরিতে গিয়ে একটা সভা করে বলেছিলেন শুভেন্দু অধিকারী যদি জেতে তাহলে নিজের কবজি কেটে দেবে । উনি রাতে কী বলেন তা দিনে আর দিনে কী বলেন তা রাতে মনে রাখতে পারেন না । মানুষ এখন কার্টুন চ্যানেল বন্ধ করে ওঁকে দেখে । আগে ছিল কেষ্ট জোকার এখন হয়েছে মদনা জোকার ।"
Last Updated : Sep 21, 2022, 8:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details