কলকাতা, 23 অগস্ট: "দলে থাকাকালীন ভাইপোর সব থেকে বড় শত্রু আমি ছিলাম ৷" সাফ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার ফের একবার গরু পাচার ইস্যুতে (Bengal Cattle Smuggling Case) নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু (Suvendu Adhikari criticises Abhishek Banerjee) ।
তাঁর কনভয়ের গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হওয়ার প্রসঙ্গে এদিন বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেন ,"এই বিষয়ে আমি আর কী বলবো । প্রতিবারই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে । ঘটনাচক্রে ট্রাকের মালিকগুলি সব তৃণমূলের পান্ডা । তদন্ত হলেই সব বেরোবে । তবে আমি নিজেকে নিয়ে ভাবিত নই, কারণ আমি লড়াই করতে নেমেছি ৷ তাই সবরকম মানসিক প্রস্তুতি আমার রয়েছে । তবে তৃণমূলে থাকাকালীন ভাইপোর টার্গেট ছিলাম আমি, দলে তাঁর সবথেকে বড় শত্রু ছিলাম আমি ।"