কলকাতা, 17 নভেম্বর: হোয়াটস অ্যাপে কুরুচিকর অশ্লীল মন্তব্যের বার্তা আসছে, এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ৷ এই নিয়ে তিনি পূর্ব মেদিনীপুরের সাইবার ক্রাইম (Cyber Crime) বিভাগে অভিযোগও দায়ের করেছেন ৷ পরে টুইট করে তিনি বিষয়টি প্রকাশ্য়ে আনেন ৷
এই নিয়ে বৃহস্পতিবার একাধিক টুইট করেছেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ প্রথম টুইটে তিনি নাম না করে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) ৷ অভিষেকের নির্দেশেই তাঁকে হোয়াটস অ্যাপ কুরুচিকর বার্তা পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন এই বিজেপি (BJP) নেতা ৷ তাঁর অভিযোগ, ‘‘ভাইপো দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ করে বাংলার অর্থনীতিকে ধ্বংস করেছে, এবার বাংলার সংস্কৃতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলো ।’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, তৃণমূল কংগ্রেস সম্প্রতি দাবি করেছিল যে শুভেন্দু মানসিকভাবে অসুস্থ ৷ তাই তাঁর সুস্থতা কামনা করে তৃণমূলের তরফে গ্রিটিংস কার্ড ও গোলাপ ফুল পাঠানো শুরু হয় ৷ অনেকে হোয়াটস অ্যাপেও সেই বার্তা পাঠান ৷ এই ধরনের বহু হোয়াটস অ্যাপ নম্বর অভিযোগের সঙ্গেই জমা দিয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী শ্রীকৃষ্ণ মাইতি ৷