কলকাতা, 10 ফেব্রুয়ারি: পৌরসভা ভোটের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছেন ৷ বৃহস্পতিবার এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari complains against Mamata Banerjee ) ৷
এদিন রাজ্যে শান্তিপূর্ণ পৌরনির্বাচন ও ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন জমা দেয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল ৷ শুভেন্দু এদিন রাজ্যের পাট্টাবিলি কর্মসূচিকে কটাক্ষ করে বলেন, "উত্তরবঙ্গের পৌরসভা ভোটকে প্রভাবিত করতে মুখ্যমন্ত্রীর এই পাট্টা বিলি কর্মসূচি৷ মুখ্যমন্ত্রী আদর্শ আচরণবিধি ভেঙেছেন ৷" পাশাপাশি, সাঁইথিয়া, বজবজ, দিনহাটার মতো যে পৌরসভাগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস সেই ভোট বাতিলের দাবি করেছেন শুভেন্দু ৷