পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: গ্রাম বাংলায় 'ভুয়ো' নিয়োগের নথি তৈরি হচ্ছে ! কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি শুভেন্দুর - টুইট

এবার রাজ্য সরকারের (State Government) বিরুদ্ধে গ্রামীণ পরিসরে কর্মসংস্থানের ভুয়ো তথ্যভাণ্ডার (Fake Employment Data for Rural Bengal) তৈরির অভিযোগ করলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ ঘটনার তদন্তের দাবিতে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিংকে (Giriraj Singh) চিঠিপাঠালেন তিনি ৷

Suvendu Adhikari claims of making Fake Employment Data for Rural Bengal against State Government
Suvendu Adhikari: গ্রাম বাংলায় 'ভুয়ো' নিয়োগের নথি তৈরি হচ্ছে ! কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি শুভেন্দুর

By

Published : Nov 7, 2022, 7:08 PM IST

কলকাতা, 7 নভেম্বর:আবারও বিস্ফোরক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এবার রাজ্য সরকারের বিরুদ্ধে গ্রামীণ পরিসরে কর্মসংস্থানের ভুয়ো তথ্যভাণ্ডার (Fake Employment Data for Rural Bengal) তৈরির চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি !

শুভেন্দুর দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) মানুষের বিপুল সমর্থন পেতে এই ভুয়ো তথ্যভাণ্ডার তৈরি করা হচ্ছে ! এই ঘটনায় সিবিআই তদন্তের (CBI Investigation) দাবি জানিয়েছেন তিনি ৷ নিজের এই বক্তব্য চিঠি আকারে পাঠিয়ে দিয়েছেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিংকে (Giriraj Singh) ৷ সোমবার এই বিষয়ে একটি টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ সেখানেই গিরিরাজকে পাঠানো চিঠিটি পোস্ট করেছেন শুভেন্দু ৷

আরও পড়ুন:মমতার অনুষ্ঠানের জন্য বিক্ষোভে বাধা কেন ? প্রশ্ন বিজেপির

কেন্দ্রের মন্ত্রীকে যে চিঠি শুভেন্দু পাঠিয়েছেন, তাতে সোমবারেরই তারিখ রয়েছে ৷ চিঠিতে শুভেন্দু দাবি করেছেন, পশ্চিমবঙ্গের সরকার মানুষকে, বিশেষত, গ্রাম বাংলার বাসিন্দাদের বোকা বানানোর চেষ্টা করছে ৷ যাঁদের জব কার্ড রয়েছে, সেইসব উপভোক্তাদের তথ্যের অপব্যবহার করে রাজ্য সরকার ভুয়ো কর্মসংস্থানের তালিকা তৈরি করছে ! শুভেন্দুর যুক্তি, সামনেই যেহেতু পঞ্চায়েত নির্বাচন, সেই কারণেই এই ভুয়ো তথ্যভাণ্ডার তৈরি করা হচ্ছে ৷ যাতে রাজ্য সরকার আগামিদিনে বলতে পারে, 100 দিনের কাজে কেন্দ্রের পাঠানো টাকার পরিমাণ কমে গেলেও তারা গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে কর্মসংস্থান করতে সক্ষম হয়েছে ৷ আর এই অনৈতিক কাজে সরকারকে সহযোগিতা করছে রাজ্যের প্রশাসন !

এমনকী, এই মর্মে রাজ্য প্রশাসনের তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী ৷ রাজ্য়ের হয়ে এই কাজ করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ তাতে সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে বলা হয়েছে, তারা যেন তাদের অধীনস্ত প্রকল্পগুলি রূপায়নের সময় (100 দিনের কাজের আওতায়) কেবলমাত্র জব কার্ড থাকা অংসগঠিত ক্ষেত্রের উপভোক্তাদেরই নিয়োগ করে ৷ একইসঙ্গে, এই নির্দেশিকায় সংশ্লিষ্ট জব কার্ড হোল্ডারদের তথ্য রাজ্য সরকারের কর্মসংস্থান সংক্রান্ত পোর্টালেও নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

শুভেন্দু অধিকারীর অভিযোগ, জব কার্ড থাকা মানুষজন যাতে কাজ পান, তা নিশ্চিত করতে সরকার মোটেও এই নির্দেশিকা জারি করেনি ৷ বরং, তাদের প্রধান উদ্দেশ্য হল, কর্মসংস্থান সংক্রান্ত নথি প্রস্তুত করা ৷ এমনকী, এর জন্য সংশ্লিষ্ট সবক'টি বিভাগকেই একজন করে নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তথ্য নথিভুক্ত করার কাজ ঠিক মতো হচ্ছে কিনা, তার তদারকি করবেন এই নোডাল অফিসাররা এবং তাঁদের সহযোগিতা করবেন সংশ্লিষ্ট জেলাশাসকরা ৷

শুভেন্দুর অভিযোগ, সংশ্লিষ্ট সমস্ত বিভাগের আধিকারিকদের এক্ষেত্রে ভুয়ো তথ্য নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ! সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে এই ঘটনার তদন্ত হওয়া দরকার বলেও দাবি করেন শুভেন্দু ৷

ABOUT THE AUTHOR

...view details