কলকাতা, 10 জুন:পঞ্চায়েত নির্বাচনে সিভিক ভলান্টিয়ারদের মোতায়েন করা হবে, শনিবার এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, স্বরাষ্ট্র দফতরের একটি সূত্র থেকে তিনি এই খবর পেয়েছেন ৷ ওই সূত্র থেকে তিনি জানতে পেরেছেন যে পুলিশের পোশাক পরিয়ে ভোটের কাজে ব্যবহার করা হবে সিভিক ভলান্টিয়ারদের ৷ এ দিন সকালে টুইট করে এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ৷
গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সেদিনই রাজ্যের নির্বাচন কমিশনার রাজীবা সিনহার কাছে ভোটে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার নিয়ে প্রশ্ন এসেছিল ৷ পরে বিরোধীরা অভিযোগও করে যে সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে ব্যবহার করার পরিকল্পনা করছে রাজ্য সরকার ৷ এই বিষয়টি আদালতে দায়ের হওয়া মামলাতেও উত্থাপিত হয়েছে ৷
এবার স্বয়ং বিরোধী দলনেতা এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ৷ পুলিশের পোশাক পরিয়ে ওই সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে ব্যবহার করা হবে বলে তো তিনি অভিযোগ করেইছেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, এক জেলার সিভিক ভলান্টিয়ারদের অন্য জেলায় ব্যবহার করা হবে ৷ বিশেষ করে সংবেদনশীল জেলা - যেমন জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও বীরভূম এই কৌশল নেওয়া হবে ৷ এক জেলার সিভিক ভলান্টিয়ার অন্য জেলায় গেলে তাঁদের চিহ্নিত করা যাবে না, সেই কারণেই এই কৌশল নেওয়া হবে বলে তাঁর অভিযোগ ৷
আরও পড়ুন:কেন্দ্রীয় বাহিনী চায় কংগ্রেস, তৃণমূলের বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ সুকান্তর