পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu on MGNREGA : আধার ছাড়াই বাংলায় 80 লক্ষ জব কার্ড, মনরেগার দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু

একশো দিনের কাজের 80 লক্ষ জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক (Aadhar Seeding with Job Card) করানো হয়নি ৷ এই নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

By

Published : Jan 18, 2023, 6:01 PM IST

Suvendu on MGNREGA
Suvendu on MGNREGA

কলকাতা, 18 জানুয়ারি: একশো দিনের প্রকল্পে ফের দুর্নীতির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ, একশো দিনের কাজে শ্রমিকদের কাজের জন্য যে জব কার্ড দেওয়া হয়, তার মধ্য়ে 80 লক্ষের আধার লিঙ্কই করানো হয়নি ৷ তাই তাঁর দাবি, এটা স্বাধীন ভারতে সম্ভবত সবচেয়ে বড় অর্থনৈতিক দুর্নীতি (Corruption) ৷

বুধবার এই নিয়ে তিনটি টুইট করেছেন শুভেন্দু অধিকারী ৷ সেখানেই এই নিয়ে বিস্তারিত অভিযোগ করেছেন তিনি ৷ ওই টুইটগুলিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ও মন্ত্রী গিরিরাজ সিংকেও মেনশন করেছেন ৷ সঙ্গে প্রথম টুইটে একটি ছবি দিয়েছেন ৷ সেই ছবিতে একটি পরিসংখ্যান রয়েছে ৷ সেই পরিসংখ্যানে কোন জেলায় কত জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়নি (Job Card Without Aadhar), তার বিস্তারিত তথ্যও রয়েছে ৷

এর সঙ্গে প্রথম টুইটে শুভেন্দু লিখেছেন, ‘‘মনরেগা (MGNREGA)-র জব কার্ড হোল্ডারদের আধার কার্ড যুক্ত করার সর্বশেষ আপডেটে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে 80 লক্ষের বেশি জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা হয়নি ।’’ তিনি আরও লিখেছেন, ‘‘এই ধরনের সম্ভাব্য 'কাল্পনিক লোকদের' অর্থ প্রদান করে গত 10 বছরে হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের তহবিল নষ্ট হয়ে করা হয়েছে ।’’

দ্বিতীয় টুইটে বিরোধী দলনেতা লিখেছেন, ‘‘এটা সম্ভবত স্বাধীন ভারতের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি । পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছ থেকে বকেয়ার জন্য বেশি দাবি টাকা দাবি করছে ৷ এর মধ্যে এই ধরনের অস্তিত্বহীন লোকদের দিয়ে কাজ করিয়ে টাকা দেওয়ার বিষয়টিও রয়েছে ৷ অন্যান্য রাজ্যে থাকা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরাও টাকা পান, যার সম্পর্কে তাঁদের কোনও ধারণা নেই ।’’

তৃতীয় টুইটে শুভেন্দু লিখেছেন, ‘‘অবৈধ তহবিলের একটি বড় অংশ নিচুতলার নেতৃত্ব ও আধিকারিকদের সঙ্গে যোগসাজশে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শীর্ষস্থানীয় নেতাদের কাছে পাঠানো হয় ৷ যা গোয়া, ত্রিপুরা এবং মেঘালয়ের মতো রাজ্যগুলিতে ওই দলের ভিত্তি প্রসারিত করার জন্য ব্যয় করা হয় ।’’ এই টুইটেই তিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে মেনশন করেছেন ৷

এর আগেও একশো দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি, নাম বদল নিয়ে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ৷ কেন্দ্রের কাছে সেই অভিযোগ করেছেন ৷ যার পর কেন্দ্রের তরফে একাধিক প্রকল্পের টাকাও আটকে দেওয়া হয় ৷ যা নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷

সম্প্রতি আবাস যোজনা (PM Awas Yojana) নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে ৷ তা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘুরছে জেলা জেলায় ৷ মিড ডে মিল নিয়ে একাধিক অভিযোগ উঠেছে ৷ তাও খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল আসছে ৷ এবার আরও একটা দুর্নীতির অভিযোগ করলেন নন্দীগ্রামের বিধায়ক ৷ এখন দেখার এই নিয়ে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ করে ৷

আরও পড়ুন:আবাস যোজনার তদন্তে কেন্দ্রীয় দলের সঙ্গে সংঘাত নয় সমন্বয়ে জোর রাজ্যের

ABOUT THE AUTHOR

...view details