কলকাতা, 18 জানুয়ারি: একশো দিনের প্রকল্পে ফের দুর্নীতির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ, একশো দিনের কাজে শ্রমিকদের কাজের জন্য যে জব কার্ড দেওয়া হয়, তার মধ্য়ে 80 লক্ষের আধার লিঙ্কই করানো হয়নি ৷ তাই তাঁর দাবি, এটা স্বাধীন ভারতে সম্ভবত সবচেয়ে বড় অর্থনৈতিক দুর্নীতি (Corruption) ৷
বুধবার এই নিয়ে তিনটি টুইট করেছেন শুভেন্দু অধিকারী ৷ সেখানেই এই নিয়ে বিস্তারিত অভিযোগ করেছেন তিনি ৷ ওই টুইটগুলিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ও মন্ত্রী গিরিরাজ সিংকেও মেনশন করেছেন ৷ সঙ্গে প্রথম টুইটে একটি ছবি দিয়েছেন ৷ সেই ছবিতে একটি পরিসংখ্যান রয়েছে ৷ সেই পরিসংখ্যানে কোন জেলায় কত জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়নি (Job Card Without Aadhar), তার বিস্তারিত তথ্যও রয়েছে ৷
এর সঙ্গে প্রথম টুইটে শুভেন্দু লিখেছেন, ‘‘মনরেগা (MGNREGA)-র জব কার্ড হোল্ডারদের আধার কার্ড যুক্ত করার সর্বশেষ আপডেটে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে 80 লক্ষের বেশি জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা হয়নি ।’’ তিনি আরও লিখেছেন, ‘‘এই ধরনের সম্ভাব্য 'কাল্পনিক লোকদের' অর্থ প্রদান করে গত 10 বছরে হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের তহবিল নষ্ট হয়ে করা হয়েছে ।’’
দ্বিতীয় টুইটে বিরোধী দলনেতা লিখেছেন, ‘‘এটা সম্ভবত স্বাধীন ভারতের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি । পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছ থেকে বকেয়ার জন্য বেশি দাবি টাকা দাবি করছে ৷ এর মধ্যে এই ধরনের অস্তিত্বহীন লোকদের দিয়ে কাজ করিয়ে টাকা দেওয়ার বিষয়টিও রয়েছে ৷ অন্যান্য রাজ্যে থাকা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরাও টাকা পান, যার সম্পর্কে তাঁদের কোনও ধারণা নেই ।’’