কলকাতা, 27 এপ্রিল: পুলিশের বিরুদ্ধে কালিয়াগঞ্জে 33 বছর বয়সি রাজবংশী যুবককে নির্মমভাবে হত্যা করার অভিযোগ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ওই যুবকের নাম মৃত্যুঞ্জয় বর্মন ৷ বিজেপি নেতার দাবি, তাঁদের দলের পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে বুধবার মধ্যরাতে 2:30 টা নাগাদ পুলিশ অভিযান চালায় ৷ তাঁকে সেখানে না পেয়ে মৃত্যুঞ্জয় বর্মন নামে ওই রাজবংশী যুবককে পুলিশ গুলি করে হত্যা করে বলে টুইটে দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক ।
বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী টুইটে লেখেন, "কালিয়াগঞ্জে 33 বছরের এক রাজবংশী যুবককে নির্মমভাবে হত্যা করেছে মমতার পুলিশ । রাজ্যের পুলিশ 27 এপ্রিল 2023 মধ্যরাতে 2:30 টায় বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে অভিযান চালায় ৷ কিন্তু তাঁকে খুঁজে পায়নি । এরপর মৃত্যুঞ্জয় বর্মন নামে ওই রাজবংশী যুবককে তারা নির্মমভাবে গুলি করে হত্যা করে ৷ তাঁর বাবার নাম রবীন্দ্রনাথ বর্মন ।"
বিরোধী দলনেতা এই ঘটনার রেশ ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন ৷ সম্রাট নিরোর সঙ্গে মমতার তুলনা করেন ৷ তিনি লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সম্রাট নিরোর মতো আনন্দ করছেন ৷ যখন তাঁর রাজ্য জ্বলছে এবং নাগরিকরা অস্থির পরিস্থিতির সম্মুখীন হচ্ছে ৷ এটি স্বেচ্ছাচারতন্ত্র এবং রাজ্যে সন্ত্রাস ভয়াবহ আকার ধারন করেছে ।"