পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Challenges Mamata: শাহকে ফোন ইস্যুতে মমতা মামলা করুন, চ্যালেঞ্জ শুভেন্দুর

জাতীয় দলের তকমা বাঁচাতে অমিত শাহকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনই অভিযোগ শুভেন্দু অধিকারীর ৷ প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার চ্যালেঞ্জ আগেই জানিয়েছেন মমতা ৷ বৃহস্পতিবার শুভেন্দুর দাবি, এই নিয়ে মামলা করুন মমতা ৷

Suvendu Challenges Mamata
Suvendu Challenges Mamata

By

Published : Apr 20, 2023, 5:02 PM IST

Updated : Apr 20, 2023, 5:26 PM IST

কলকাতা, 20 এপ্রিল: এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রীকে তাঁর বিরুদ্ধে মামলা করার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা ৷ জানিয়েছেন, অমিত শাহকে মুখ্যমন্ত্রীর ফোন করা নিয়ে তাঁর বক্তব্য যদি ভুল হয়, তাহলে মমতা এই নিয়ে আদালতে যান ৷ তাহলে আসল সত্যি সামনে চলে আসবে ৷

প্রসঙ্গত, গত মঙ্গলবার হুগলির সিঙ্গুরের এক জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন যে তৃণমূল কংগ্রেসের জাতীয় তকমা ফিরে পেতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ পরদিন বুধবার শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দেন মমতা ৷ অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন

বৃহস্পতিবার সেই নিয়ে পালটা সংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি চ্যালেঞ্জ করেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি মামলা করুন ৷ এর নিষ্পত্তি আদালতে হোক ৷’’ যদিও বুধবার মমতার বক্তব্য়ের পর টুইট করেছিলেন শুভেন্দু ৷ আজ সংশ্লিষ্ট ফোনের নম্বর প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ কিন্তু এদিন তিনি সেই পথে হাঁটেননি ৷ কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য তিনি ফোন নম্বর বা সেই সংক্রান্ত তথ্য সামনে আনতে চান না ৷

কিন্তু আদালতে যদি এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় মামলা করেন, তাহলে তিনি টেলিকম রেগুলেটরি অথরিটি বা ট্রাইকে পার্টি করবেন মামলায় ৷ সেখান থেকেই ফোন কলের সমস্ত রেকর্ড পাওয়া যাবে ৷ তিনি আরও জানান, সেই তথ্য সামনে এলে জানা যাবে গত 4 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার কার সঙ্গে কী কী কথা বলেছেন ৷

যদিও শুভেন্দুকে বুধবারই তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন একটি চিঠি পাঠিয়েছেন ৷ সেই চিঠিতে তিনি শাহকে মমতার ফোন করা নিয়ে বিরোধী দলনেতার মন্তব্য প্রত্যাহার করতে বলেছেন ৷ না হলে মামলার হুঁশিয়ারি দিয়েছেন ৷ সেই নিয়ে আগামিকাল, শুক্রবার জবাব দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন:শাহকে ফোনের প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগের চ্যালেঞ্জ মমতার

Last Updated : Apr 20, 2023, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details