পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: শান্তিপূর্ণ ভোটের আশা দেখছেন না শুভেন্দু, দিলেন প্রতিরোধের ডাক

শনিবার রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ তবে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও শান্তিপূর্ণ ভোটের আশা দেখছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য প্রতিরোধের ডাক দিয়েছেন তিনি ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী

By

Published : Jul 7, 2023, 10:48 PM IST

কলকাতা, 7 জুলাই:আর কয়েক ঘণ্টা পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগেই ফের প্রতিরোধ হুঙ্কার শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় । শুক্রবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গ্রামীণ এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বহু জায়গাতেই প্রতিরোধ গড়ে উঠবে । এক্ষেত্রে শাসকদল ভোটে অশান্তি তৈরি করতে চাইলে তা প্রতিরোধ করার কথাই বলেছেন শুভেন্দু ৷

শুভেন্দু এদিন বলেন, "পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য প্রতিরোধ হবে । এই প্রতিরোধ কালকে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচানোর শেষ আশা এবং ভরসা ।" শুক্রবার রাজ্যে বেশকিছু জায়গায় হিংসা ও অশান্তির ঘটনা ঘটেছে ৷ সেই প্রসঙ্গও তোলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷ তবে এসবের পাশাপাশি বিরোধী দলনেতা মুখ খোলেন কলকাতার হাইকোর্টের রায়ের প্রসঙ্গেও । তিনি বলেন, "আমি মনে করি আইনের জয় হয়েছে । যদি কাল তৃণমূল কংগ্রেসের সিকিউরিটিধারী নেতা দেখি বুথের বাইরে, তাহলে আমি আদালত অবমাননার মামলা করব ওই এলাকার থানার ওসি এবং এসপির বিরুদ্ধে ।"

এর পাশাপাশি এদিন রাজ্যের বিরোধী দলনেতা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে জেলা প্রশাসন ও কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন । এই অসহযোগিতার জেরেই বিরোধী দলনেতা মনে করেন, শনিবার পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে হওয়া অসম্ভব । তিনি বলেন,"কালকে নির্বাচনের কিছুক্ষণ আগে লাদাখ থেকে সেনা এসেছে । তাঁরা যাবেন বীরভূমে কিন্তু এখনও তাঁরা রয়েছেন পানাগড়ে । এদিকে তাঁদের বাস অপেক্ষা করছে দমদম বিমানবন্দরে। কেন্দ্রীয় বাহিনী যেন শত্রু। এমন ধরণের আচরণ করে একটা প্রহসনের নির্বাচন করতে চলেছে পশ্চিমবঙ্গের শাসক দল ও মাতাল নির্বাচন কমিশনার রাজীব সিনহা।"

আরও পড়ুন: প্রতি বুথে রাখতে হবে কেন্দ্রীয় বাহিনীর হাফ সেকশন জওয়ান, কমিশনকে প্রস্তাব বিএসএফের

এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী রাজ্যপালের মুর্শিদাবাদের পরিদর্শন নিয়ে মুখ খোলেন । তিনি বলেন, "সাংবিধানিক প্রধানের মতো ভালো কাজ উনি করছেন । তবে গোড়ায় গলদ করে ফেলেছেন, সেটাই ক্ষোভ আমার । উনি রাজীব সিনহাকে কমিশনের দ্বায়িত্ব দিলেন । যিনি কিনা চিটা গুড়ের ব্যবসা করেন । মমতা বন্দ্যোপাধ্যায় একসময়ে দিয়েছেন আর উনি খেয়েছেন । এইরকম লোককে জেনেশুনে এই পদে বসানো মানে বিষ পান করা ।"

ABOUT THE AUTHOR

...view details