পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lokayukta and HRC Recommendation Meeting : লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বৈঠক বয়কট শুভেন্দুর - Lokayukta and HRC Recommendation Meeting

লোকায়ুক্ত এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বৈঠকে যোগ দিলেন না শুভেন্দু অধিকারী ৷ বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে, তা বয়কটের কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নিয়োগ কমিটির সদস্য শুভেন্দু ৷ যে বৈঠকে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Suvendu Adhikari Boycott Lokayukta and HRC Recommendation Meeting) ৷

Suvendu Adhikari Boycott Lokayukta and HRC Chairperson Recommendation Meeting
Suvendu Adhikari Boycott Lokayukta and HRC Chairperson Recommendation Meeting

By

Published : Dec 27, 2021, 1:04 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর : লোকায়ুক্ত এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ নিয়ে রাজ্য সরকারের ডাকা বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেইসঙ্গে বৈঠক বয়কট করার কথা জানালেন তিনি (Suvendu Adhikari Boycott Lokayukta and HRC Chairperson Recommendation Meeting) ৷ বৈঠক সম্পর্কে রাজ্যপালকে জানানো হয়েছে কিনা, সে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা ৷ প্রসঙ্গত, বিধানসভার অধ্যক্ষের ঘরে এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বৈঠক ডাকে মুখ্যমন্ত্রীর সচিবালয় এবং স্বরাষ্ট্র দফতর ৷ নিয়োগ কমিটির সদস্য হিসেবে রাজ্যের বিরোধী দলনেতাকেও বৈঠকে উপস্থিত হতে আমন্ত্রণ জানানো হয় ৷ আজ বিধানসভায় অধ্যক্ষের ঘরে সেই বৈঠক ডাকা হয়েছে (Lokayukta and HRC Recommendation Meeting) ৷

কিন্তু, এই বৈঠক সংক্রান্ত কোনও নথি সংশ্লীষ্ট দফতরের তরফে পেশ করা হয়নি বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, ‘‘রাজ্যে লোকায়ুক্ত নিয়োগ এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ নিয়ে সরকারের ডাকা এই বৈঠক আইনকে লঙ্ঘন করে ডাকা হয়েছে ৷ যেখানে 15 মিনিটের মধ্যে তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে ৷’’ শুভেন্দুর অভিযোগ, লোকায়ুক্ত হিসেবে যাঁর বা যাঁদের নাম নিয়ে আলোচনা হবে ৷ তাঁদের সম্পর্কে কোনও তথ্য বিরোধী দলনেতা তথা কমিটির সদস্য হিসেবে তাঁর কাছে নেই (Suvendu Adhikari on Lokayukta Recommendation Meeting) ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar on HMC Amendment Bill : সরকারের জবাবের অপেক্ষায় রয়েছেন, হাওড়া পৌরনিগম সংশোধনী বিল নিয়ে মন্তব্য রাজ্যপালের

প্রসঙ্গত, নবান্ন থেকে অতিরিক্ত মুখ্যসচিব বি পি গোপালিকার লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, মুখ্য়মন্ত্রী রাজ্য বিধানসভার অধ্যক্ষ, রাজ্যের পরিষদীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা করে লোকায়ুক্ত নিয়োগের জন্য কয়েকটি নাম রাজ্যপালের কাছে পেশ করবেন ৷ কিন্তু, সেই বৈঠকে কাদের নাম লোকায়ুক্ত হিসেবে নিয়োগের জন্য আলোচনা হবে এবং তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য সরকারের তরফে পেশ করা হয়নি বলে দাবি করেছেন শুভেন্দু ৷ যা সম্পূর্ণভাবে বেআইনি বলে অভিযোগ করেন তিনি (Suvendu Adhikari Boycott Lokayukta Recommendation Meeting) ৷ আর এমন বৈঠক থেকে কোনও ফল বেরবে না বলে উল্লেখ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন : Suvendu on KMC Election 2021 Results : নির্বাচন কমিশনার বঙ্গবিভূষণ পাবেন, টুইটে কটাক্ষ শুভেন্দুর

গত 20 ডিসেম্বর রাজ্য রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কার্যকাল শেষ হয়ে গিয়েছে ৷ তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান নিয়োগ করা হবে ৷ এমনকি 2019 সালে এপ্রিল মাসে মানবাধিকার কমিশনের এক সদস্যের কার্যকাল শেষ হয়েছে ৷ সেই পদটিও খালি পড়ে রয়েছে ৷ এই দুই নিয়োগের জন্য স্বরাষ্ট্র দফতর থেকে বৈঠক ডাকা হয়েছে বিধানসভার অধ্যক্ষের ঘরে ৷ যে দু’টি বৈঠকে সভাপতিত্ব করবেন মুখ্য়মন্ত্রী নিজে ৷ এই বৈঠকের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু (Suvendu Adhikari Boycott HRC Recommendation) ৷ তাঁর অভিযোগ এ ক্ষেত্রেও যাঁদের নাম বাছাইয়ের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হবে, তাঁদের সম্পর্কে কোনও নথি রাজ্য সরকার পেশ করেনি ৷

শুধু তাই নয়, এমন গুরুত্বপূর্ণ দু’টি পদে নিয়োগ নিয়ে যে বৈঠক ডাকা হয়েছে, তা আইন এবং সংবিধানের রক্ষাকর্তা হিসেবে নিযুক্ত রাজ্যপাল জগদীপ ধনকড়কে জানানো হয়েছে কিনা, তাও জানতে চান শুভেন্দু অধিকারী ৷ মোটের উপর লোকায়ুক্ত ও রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন নিয়োগ নিয়েও রাজ্যের সঙ্গে সংঘাতে গেলেন শুভেন্দু তথা বিজেপি ৷ এবার বিষয়টি নিয়ে রাজ্যপাল কী মত পোষণ করেন, তাও এখন দেখার বিষয় !

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details