পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari visits Deucha Pachami: বাণিজ্য সম্মেলন শুরুর দিনই শুভেন্দুর নেতৃত্বে দেউচা পাঁচামিতে বিজেপি বিধায়করা

বাণিজ্য সম্মেলন (BGBS 2022) শুরুর দিনই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari visits Deucha Pachami) নেতৃত্বে দেউচা পাঁচামিতে যাচ্ছেন বিজেপি বিধায়কদের একটি দল ৷

Suvendu Adhikari, BJP MLA team to visit Deucha Pachami today
বাণিজ্য সম্মেলন শুরুর দিনই শুভেন্দুর নেতৃত্বে দেউচা পাঁচামিতে বিজেপি বিধায়করা

By

Published : Apr 20, 2022, 9:56 AM IST

কলকাতা, 20 এপ্রিল:রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS 2022) শুরুর দিনেই দেউচা পাঁচামি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দেউচা পাঁচামির (Suvendu Adhikari visits Deucha Pachami) প্রকল্পকে শিল্পপতিদের সামনে তুলে ধরে বিনিয়োগ টানতে চাইছেন, সেখানেই আজ গিয়ে মানুষের ক্ষোভ-বিক্ষোভের দিকে নজর ঘোরাতে সচেষ্ট বিজেপি (BJP MLA team to visit Deucha Pachami)৷

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আজ তিনি ও বিধায়কদের একটি প্রতিনিধি দল দেউচা পাঁচামি অভিযান করবে । তিনি আরও বলেছেন, "আমরা দেউচা পাঁচামির বাসিন্দাদের সঙ্গে কথা বলব । সকাল 8 টায় বিধায়কদের একটি প্রতিনিধি দল বিধায়ক হোস্টেল থেকে দেউচা পাঁচামির উদ্দেশে রওনা হবে । প্রশাসনের তরফে চেক বিলি করা হয় । কিন্ত আন্দোলকারীরা প্রশাসানের এই অসৎ উদ্দেশ্যকে বাধা দিয়েছে । তাঁদের এই প্রচেষ্টাকে আমরা সমর্থন করি । 2006 সালের ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী তাঁদের ওখান থেকে কেউ সরাতে পারবে না । সংবিধানের সমস্ত স্তম্ভগুলি আক্রান্ত । বিধানসভার ভিতরে বিধায়করা মার খেয়েছেন ৷ মুখ্যমন্ত্রী বর্তমান ঘটনা গুলোকে উপেক্ষা করে সংবাদমাধ্যমকে হুঁশিয়ারি দিচ্ছেন ।"

সরকারকে একহাত শুভেন্দুর

আরও পড়ুন:Dilip Ghosh on BGBS 2022: বাণিজ্য সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি রাজ্য সরকার: দিলীপ

হাইকোর্টে আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও অসন্তোষ প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, "একজন বিচারপতি আইন মেনে সংবিধান মেনে যুদ্ধ ঘোষণা করেছেন । তাই বিচার ব্যবস্থাও আক্রান্ত । বিগত দিনে কৌশিক চন্দ্রকে কেন্দ্র করেও এই ধরনের ঘটনা ঘটেছিল ।" সাংবিধানিক স্তম্ভগুলো ভেঙে পড়েছে বলেই রাজ্যের আইনশৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন বলে সওয়াল করেন বিরোধী দলনেতা ৷

ABOUT THE AUTHOR

...view details