কলকাতা, 20 এপ্রিল:রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS 2022) শুরুর দিনেই দেউচা পাঁচামি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দেউচা পাঁচামির (Suvendu Adhikari visits Deucha Pachami) প্রকল্পকে শিল্পপতিদের সামনে তুলে ধরে বিনিয়োগ টানতে চাইছেন, সেখানেই আজ গিয়ে মানুষের ক্ষোভ-বিক্ষোভের দিকে নজর ঘোরাতে সচেষ্ট বিজেপি (BJP MLA team to visit Deucha Pachami)৷
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আজ তিনি ও বিধায়কদের একটি প্রতিনিধি দল দেউচা পাঁচামি অভিযান করবে । তিনি আরও বলেছেন, "আমরা দেউচা পাঁচামির বাসিন্দাদের সঙ্গে কথা বলব । সকাল 8 টায় বিধায়কদের একটি প্রতিনিধি দল বিধায়ক হোস্টেল থেকে দেউচা পাঁচামির উদ্দেশে রওনা হবে । প্রশাসনের তরফে চেক বিলি করা হয় । কিন্ত আন্দোলকারীরা প্রশাসানের এই অসৎ উদ্দেশ্যকে বাধা দিয়েছে । তাঁদের এই প্রচেষ্টাকে আমরা সমর্থন করি । 2006 সালের ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী তাঁদের ওখান থেকে কেউ সরাতে পারবে না । সংবিধানের সমস্ত স্তম্ভগুলি আক্রান্ত । বিধানসভার ভিতরে বিধায়করা মার খেয়েছেন ৷ মুখ্যমন্ত্রী বর্তমান ঘটনা গুলোকে উপেক্ষা করে সংবাদমাধ্যমকে হুঁশিয়ারি দিচ্ছেন ।"