পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Attacks Mamata: মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে যুক্ত, তথ্য তুলে দাবি শুভেন্দুর

বুধবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থায় সুজয়কৃষ্ণ ভদ্র-সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অনেকের নাম আছে ৷ তাই মুখ্যমন্ত্রীও এই দুর্নীতির সঙ্গে যুক্ত ৷

By

Published : May 31, 2023, 8:14 PM IST

Updated : May 31, 2023, 11:00 PM IST

ETV Bharat
মমতাকে আক্রমণ শুভেন্দুর

কলকাতা, 31 মে : তথ্য দেখিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপ্স অ্যান্ড বাউন্সারের তথ্য তুলে ধরে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাটগড়ায় তুলেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷ বুধবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু ৷ এদিন তাঁর মন্তব্য,"তদন্তকারীরা কোমর পর্যন্ত পৌঁছে গিয়েছেন, মানে হৃদয়ে পৌঁছে গিয়েছেন ৷ এবার কান টানতে হবে তাহলেই মাথা আসবে ৷"

শুভেন্দু এদিন দাবি করেছেন, অভিষেকের সংস্থায় সহায়ক হিসেবে যাঁদের নাম রয়েছে তারা সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট আত্মীয় । তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন । শুভেন্দুর দাবি, 2014 সাল থেকে এই দুর্নীতির শুরু হয় ৷ শুভেন্দুর কথায়, কালীঘাটের কাকুর হাত দিয়েই তৃণমূল যুবার রেজিস্ট্রেশন হয় । উল্লেখ্য, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি ৷ শুভেন্দুর দাবি, ধৃত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হাত হয়ে নিয়োগ দুর্নীতির টাকা বেহালায় যেত সুজয়কৃষ্ণের বাড়িতে ৷ জানা গিয়েছে, এই সুজয় যুক্ত ছিলেন অভিষেকের সংস্থার সঙ্গে ৷

আরও পড়ুন: দুর্নীতি থেকে বাঁচতে বিজেপির সঙ্গে মমতা ও অভিষেকের সেটিং আছে, অভিযোগ অধীরের

সাগরদিঘিতে কংগ্রেসের টিকিটে জেতা বাইরন বিশ্বাসের তৃণমূলে যোগদান প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী বলেন,"বাইরন বিশ্বাস নিজের জোরে বা অর্থের জোরে জিতুন বা অধীরবাবু, সুজনবাবু আর সেলিম বাবুরা জোটই বলুক আর যাই বলুক আসল সত্য সবাই জানে ৷ ওখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, আধা সামরিক বাহিনী সাগরদিঘিতে ভোটটা করিয়েছিল বলে মানুষ ভোট দিতে পেরেছে । মানুষ তৃণমূলকে হারিয়েছে ৷ ভোট হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যের সরকারের বিরুদ্ধে ৷ তাই কে এল গেল তা ব্যবসা করতে তা বিষয় নয় ৷ জনমত তৃণমূলের বিরুদ্ধে ৷"

Last Updated : May 31, 2023, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details