পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: কেন্দ্রের টাকায় তৈরি হাসপাতালের অনৈতিকভাবে উদ্বোধন করছেন মমতা, তোপ দেগে মোদিকে চিঠি শুভেন্দুর - রাজ্যে নতুন 6 হাসপাতালের উদ্বোধন

নতুন 6টি মেডিক্যাল কলেজের উদ্বোধনকে ঘিরে ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Suvendu Adhikari attacks Mamata Banerjee) ৷ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari Writes letter to PM Modi) ৷

ETV Bharat
Suvendu Adhikar

By

Published : Nov 11, 2022, 3:22 PM IST

Updated : Nov 11, 2022, 7:44 PM IST

কলকাতা, 11 নভেম্বর: ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Suvendu Adhikari attacks Mamata Banerjee) ৷ এবার ইস্যু, রাজ্যে নয়া হাসপাতালের উদ্বোধন ৷ শুভেন্দুর অভিযোগ, কেন্দ্রের টাকায় রাজ্যে তৈরি হওয়া 6টি নতুন মেডিক্যাল কলেজের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী ৷ যা সম্পূর্ণ একতরফা সিদ্ধান্ত ও অনৈতিক ৷ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছেন তিনি (Suvendu Adhikari Writes letter to PM Modi) ৷

এই প্রসঙ্গে শুক্রবার একটি টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ সেখানে শুভেন্দু লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করার আগেই সম্পূর্ণ একতরফা ও অনৈতিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের টাকায় তৈরি রাজ্যের 6টি নতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করতে চলেছেন ৷ বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি ৷ "

টুইটে এই সংক্রান্ত রাজ্য সরকারের একটি প্রচার বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari tweets on new medical colleges inauguration issue) ৷ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী 14 নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের 6টি নতুন মেডিক্যাল কলেজে পঠন-পাঠনের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ৷ এই প্রত্যেকটি মেডিক্যাল কলেজে 100 জন পড়ুয়া এমবিবিএস পড়ার সুযোগ পাবেন ৷ এই নতুন মেডিক্যাল কলেজগুলি হল বারাসত, উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাম্রলিপ্ত (তমলুক), আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন, ঝাড়গ্রাম ও জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷

আরও পড়ুন: কেন্দ্রকে ডেঙ্গির তথ্য দিচ্ছে না রাজ্য সরকার, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

এই বিষয়টি প্রধানমন্ত্রী মোদিকে পাঠানো চিঠিতে তুলে ধরে শুভেন্দু লিখেছেন,"এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অথবা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর মতো সৌজন্যবোধও দেখাননি মুখ্যমন্ত্রী ৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি তাঁর কোনও সম্মান নেই ৷ " চিঠিতে শুভেন্দু অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার এই হাসপাতালগুলির উদ্বোধনের কাজ সেরে ফেলতে চাইছে ৷ যাতে পরে তৃণমূল প্রচার করতে পারে যে প্রধানমন্ত্রীর আগেই সেগুলির উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী ৷

শুভেন্দু অধিকারির দাবি, এই 6টি মেডিক্যাল কলেজ তৈরিতে প্রায় 1556.57 কোটি টাকা খরচ হয়েছে ৷ কেন্দ্রের সিএসএস প্রকল্পের আওতায় এই হাসপাতালগুলি তৈরি হয়েছে ৷ ফলে এর আর্থিক দায়ভারের সিংহভাগই বহন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ অথচ কেন্দ্রকেই ব্রাত্য রাখছে রাজ্য ৷ বিষয়টিতে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারী চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকেও ৷

Last Updated : Nov 11, 2022, 7:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details