কলকাতা, 11 নভেম্বর: ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Suvendu Adhikari attacks Mamata Banerjee) ৷ এবার ইস্যু, রাজ্যে নয়া হাসপাতালের উদ্বোধন ৷ শুভেন্দুর অভিযোগ, কেন্দ্রের টাকায় রাজ্যে তৈরি হওয়া 6টি নতুন মেডিক্যাল কলেজের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী ৷ যা সম্পূর্ণ একতরফা সিদ্ধান্ত ও অনৈতিক ৷ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছেন তিনি (Suvendu Adhikari Writes letter to PM Modi) ৷
এই প্রসঙ্গে শুক্রবার একটি টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ সেখানে শুভেন্দু লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করার আগেই সম্পূর্ণ একতরফা ও অনৈতিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের টাকায় তৈরি রাজ্যের 6টি নতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করতে চলেছেন ৷ বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি ৷ "
টুইটে এই সংক্রান্ত রাজ্য সরকারের একটি প্রচার বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari tweets on new medical colleges inauguration issue) ৷ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী 14 নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের 6টি নতুন মেডিক্যাল কলেজে পঠন-পাঠনের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ৷ এই প্রত্যেকটি মেডিক্যাল কলেজে 100 জন পড়ুয়া এমবিবিএস পড়ার সুযোগ পাবেন ৷ এই নতুন মেডিক্যাল কলেজগুলি হল বারাসত, উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাম্রলিপ্ত (তমলুক), আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন, ঝাড়গ্রাম ও জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷