শুভেন্দু অধিকারীর বক্তব্য কলকাতা, 27 অক্টোবর: রেশনবন্টন দুর্নীতিকাণ্ডে শুক্রবার ইডির হাতে গ্রেফতার পওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ ছিল, শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্রে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ এদিন বিকেলে পালটা এক সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি,"আমরা মনে করি জ্যোতিপ্রিয় মল্লিক এই দুর্নীতির সামনে ছিলেন । তার তোলা অর্থর একটা বড় অংশই শাসক দলের কাছে গিয়েছে। এত বড় দুর্নীতি মুখ্যমন্ত্রীর অজানা হতে পারে না।" এদিন এই দুর্নীতি বিষয়ে একাধিক তথ্যও তুলে ধরেন শুভেন্দু ৷
রেশনবন্টন দুর্নীতিকাণ্ডে শুক্রবার ভোর রাতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তাঁর সহযোগিতের মাধ্যমে একাধিক ভুয়ো সংস্থা তৈরি করে এই দুর্নীতি থেকে পাওয়া প্রায় 95 কোটি টাকা সাদা করিয়েছেন জ্যোতিপ্রিয় এমনই অভিযোগ শুভেন্দুর ৷ মন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনীর বিরুদ্ধেও অকাধিক অভিযোগ করেছেন শুভেন্দু ৷
আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র মামলায় 'বিশেষ কেস', নির্দেশ বদলালে বিচারক; অসুস্থ মন্ত্রীকে ভরতি করানো হল হাসপাতালে
শুভেন্দু এই প্রসঙ্গে এদিন আরও জানান, এই বিরাট দুর্নীতির সঙ্গে রাজ্যের কোটি কোটি দরিদ্র মানুষের ভবিষৎ যুক্ত রয়েছে। তাই রেশন দুর্নীতিতে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করা হোক । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে হওয়া রেশন দুর্নীতি নিয়ে একাধিক তথ্য তুলে ধরেন বিরোধী দলনেতা । তিনি দাবি করেন, শুধু বাকিবুর রহমান নয় এর সঙ্গে যুক্ত রয়েছে একাধিক ব্যক্তি ।
জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা মল্লিক ও তাঁদের কন্যার নামেও অ্যাকাউন্ট রয়েছে বলে জানা গিয়েছে । বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই দুর্নীতির টাকা দিয়ে তৈরি দুটো হোটেলের হদিসও পাওয়া গিয়েছে, একটি কলকাতা আর একটি বেঙ্গালুরুতে । একাধিক ব্যক্তির নাম উল্লেখ করেন শুভেন্দু এদিন । তাঁর অভিযোগ, কোটি কোটি দরিদ্র মানুষের রেশনের জন্য ভারত সরকারের পাঠানো অর্থ নয় ছয় করা হয়েছে ।