পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: ' যুদ্ধে নয়, জাহাপনা বস্ত্রবিতরণে যাচ্ছিলেন;' অভিষেকের নিরাপত্তার বহর নিয়ে কটাক্ষ শুভেন্দুর

10 নভেম্বর বস্ত্রবিতরণ অনুষ্ঠানে যোগ দিতে ফলতায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেদিন তাঁর নিরাপত্তার বহর নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 4:47 PM IST

কলকাতা, 12 নভেম্বর:10 নভেম্বর অর্থাৎ শুক্রবার ফলতার ফতেপুর হাইস্কুল ফুটবল গ্রাউন্ডে এক বস্ত্রবিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওই এলাকায় সেদিন অভিষেকের যাওয়ার জন্য পুলিশের তরফে যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল, তা তুলে ধরে ডায়মন্ডহারবারের সাংসদকে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ অভিষেকের জন্য ওই দিন নিরাপত্তার কী ব্যবস্থা করা হয়েছিল পুলিশের তরফে তাঁর নথিও রবিবার দুপুরে তাঁর এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন শুভেন্দু ৷ তাঁর দাবি, ওই দিন কালিঘাট থেকে ফলতা যাওয়ার জন্য অভিষেকের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছিল প্রায় 4 হাজার 700 পুলিশ কর্মীকে ৷

শুভেন্দু এদিন তাঁর সোশাল মিডিয়া পোস্টে নাম না করে অভিষেককে 'কিঙ্গ লায়ার' (মিথ্যুক রাজা) বলে কটাক্ষ করেছেন ৷ পোস্টে তিনি লিখেছেন,"কিং লায়ারের নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি দেখা যাক ৷ ডায়মন্ডহারবার রাজত্বের শেষ রাজা ৷ 33 পাতার লম্বা নির্দেশ ৷ যদি আপনার ধৈর্য্য শেষ হয়ে যায় এই নিরাপত্তার বিবরণ পড়তে পড়তে, তাহলে আমি আপনাদের সাহায্য করছি ৷"

ওই পোস্টেই শুভেন্দু দাবি করেছেন, ওইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় উর্দিধারী পুলিশ, সাদা পোশাকের পুলিশ, পুলিশের পদস্থ আধিকারিক ও ট্রাফিক পুলিশ-সহ প্রায় 4 হাজার 700 জনকে মোতায়েন করা হয়েছিল অভিষেকের কালীঘাট থেকে ফলতার যাত্রাপথে ৷ সঙ্গে শুভেন্দুর কটাক্ষ, "না জাহাপনা কোনও যুদ্ধে যাননি বা এতবড় বহর নিয়ে কোনও বিদেশি রাষ্ট্র জয়ে তিনি যাননি ৷ এটা ছিল একটি বস্ত্র বিতরণের সফর ৷" রাষ্ট্রপতির জন্যও এমন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন শুভেন্দু ৷

এদিন যে নথি তাঁর পোস্টের সঙ্গে শেয়ার করেছেন অভিষেক, সেখানে ওইদিন অভিষেকের নিরাপত্তার জন্য পুলিশ কী কী ব্যবস্থা করেছিল, কী নির্দেশ দেওয়া হয়েছিল তার স্পষ্ট উল্লেখ রয়েছে ৷ অভিষেক যে জেড প্লাস নিরাপত্তা পান নথিতে তাঁরও উল্লেখ রয়েছে ৷ রয়েছে অভিষেকের ব্লাড গ্রুপের উল্লেখও ৷

আরও পড়ুন:

1. 'মরে যাব ! শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে', দাবি জ্যোতিপ্রিয়র

2. 'আমার শরীর আরও খারাপ হয়েছে, হাতে-পায়ে পক্ষাঘাত হতে পারে'; দাবি জ্যোতিপ্রিয়র

ABOUT THE AUTHOR

...view details